ওয়েব ডেস্ক : গণেশ চতুর্থী উপলক্ষে শুক্রবার বিশেষ সেলিব্রেশনের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। ওই দিন আম্বানিদের মুম্বইয়ের বাংলোয় হাজির ছিল প্রায় গোটা বলিউড। ‌যাকে বলে কিনা একেবারে চাঁদের হাট। সেসব ছবি আমরা আপনাদের আগেই দেখিয়েছি। তারই মাঝে সামনে এসেছে সেই গণেশ উৎসব পার্টির আরও বেশকিছু ছবি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পার্টিতে অনেকেই হাজির ছিলেন ঠিকই তবে সবথেকে বেশি নজর কেড়েছিলেন বলিউডের অন্যতম চর্চিত জুটি দীপিকা-রণবীর। এদিন গর্জাস গোল্ডেন শাড়ি ও ভেলভেট ব্ল্যাক ব্লাউজে মোহময়ী হয়ে উঠেছিলেন দীপ্পি, পাশে স্কাই ব্লু কুর্তায় রণবীরকেও মানিয়েছিল বেশ। 



 









পাশাপাশি নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালানরাও। আম্বানিদের পার্টিতে দেখা গেল সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকেও।








আরও পড়ুন- আম্বানিদের গণেশবন্দনায় চাঁদের হাট