নিজস্ব প্রতিবেদন: শুরুতে অনেক অশান্তি পোহাতে হয়েছে ঠিকই, তবে 'পদ্মাবত'দেখে পদ্মাবতী দীপিকার প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমী দর্শক। অনেকেই মুগ্ধ তাঁর রূপ ও অভিনয়ে। রাজপুত রানি হিসাবে তাঁকে যেভাবে আত্মমর্যাদা সম্মন্ন, বুদ্ধিমতি হিসাবে তুলে ধরা হয়েছে তারই চর্চা হচ্ছে চারিদিকে। তবে এসবের পরেও ঐতিহাসির কোনও চরিত্রে আর অভিনয় করতে চান না দীপিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তিনি ভবিষ্যতে কখনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন কিনা? দিপ্পি সাফ জানিয়ে দেন, 'এত সবকিছুর পর, আর না।'


পাশাপাশি দীপিকাকে প্রশ্ন করা হয়, সিনেমায় কোন দৃশ্য তাঁর সবচেয়ে পছন্দের? দীপিকার কথায় আলাউদ্দিন খলজির সঙ্গে রাজা মহারাওয়াল রতন সিং-এর যুদ্ধের দৃশ্যটা তাঁর ভীষণ পছন্দের।  দীপিকার কথায় এই সিনেমাটা দেখে আমার বাবা মাও ভীষণ গর্বিত, ভীষণ খুশি। সিনেমা দেখে বাবা-মা জানিয়েছেন, 'এটাই কি আমাদের মেয়ে!'


 


আরও পড়ুন- মেয়েরা কি শুধুই 'কথাবলা যোনি সর্বস্ব'? 'পদ্মাবত' দেখে প্রশ্ন অভিনেত্রীর