নিজস্ব প্রতিবেদন: করোনার কবলে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা তথা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। ব্যাঙ্গালোরের এক হাসপাতালে ভর্তি তিনি। গত শনিবার জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি হন। আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে করোনায় সংক্রমিত হয়েছেন দীপিকার মা উজালা ও বোন অনিশাও। আপাতত তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই প্রকাশ পাড়ুকোনকেও হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'উস্কানিমূলক মন্তব্য', Kangana এর অ্যাকাউন্ট সাসপেন্ড টুইটারের


প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমির ডিরেক্টর বিমল কুমার জানান, বেশকিছু দিন আগে একাধিক উপসর্গ থাকায় দীপিকার বাবা, মা ও বোন করোনা টেস্ট করান। তিনজনেরই পজিটিভ আসে। তবে আপাতত সকলেই স্থিতিশীল রয়েছেন। ব্যাডমিন্টনে জনপ্রিয় ব্যক্তিত্ব প্রকাশ পাড়ুকোন। ৮০ এর দশকে ভারতের হয়ে খেলতেন। ১৯৮৩ সংস্করণে ব্রোঞ্জ জয়ের পর, পাড়ুকোন প্রথম ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন।