ওয়েব ডেস্ক: দীপিকা পাড়ুকোন এখন দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। তাঁর ভক্তর সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। তালিকায় রয়েছে এমন এমন সব নাম, যাঁদের নিজেদেরই ভক্তর সংখ্যা অনেক। কিন্তু তাঁরাও ভক্ত দীপিকা পাড়ুকোনের। এবার দীপিকার ভক্ত তালিকায় নতুন সংযোজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়েন ব্রাভো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এত যে BMW-এর বিনিয়োগের কথা শুনলেন, জেনেই নিন BMW সম্পর্কে অজানা সব তথ্য


দীপিকার প্রতি ভালবাসা জানাতে গিয়ে ব্রাভো বলেছেন, 'আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। সে আমার অনেক প্রিয়। আমি তাঁর দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছি। আমি তাঁর অনেক বড় ভক্ত। আমাদের সাথে সৌজন্য বিনিময় ছাড়া অবশ্য আর কোনও কথা হয়নি।' দীপিকার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করে ব্রাভো বলেছেন, 'আমি তার সঙ্গে একটি গান করতে চাই। এরকম হলে আমার স্বপ্ন সত্যি হবে।'


আরও পড়ুন  এ যেন মুখ আর আয়না