নিজস্ব প্রতিবেদন : ​'দিয়া অউর বাতি হাম' অভিনেত্রী দীপিকা সিংয়ের মা করোনা আক্রান্ত। কিন্তু তাঁর মায়ের চিকিতসা করানোয় বাধা পাচ্ছেন বার বার। কোনও হাসপাতালই ভর্তি নিতে চাইছে না। ফলে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাহায্য চাইলেন দীপিকা সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন দীপিকা। সেখানে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে আবেদন করেন মায়ের চিকিতসার জন্য। শুধু তাই নয়, তাঁর পরিবারে ৪৫ জন সদস্য। মায়ের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার পর, তা অন্যদেরও আক্রান্ত করতে পারে বলে আশঙ্ক প্রকাশ করেন দীপিকা। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর সাহায্যে চাইছেন বলে জানান।


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


এদিকে শুক্রবার খবর মেলে, অভিনেত্রী অমৃতা অরোরার শ্বশুর এবং শাশুড়িও করোনায় আক্রান্ত। ফলে তাঁদের মুম্বইয়ের খারের টাস্কানি অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়েছে বিএমসির তরফে।