ওয়েব ডেস্ক : সামনে এল দীপিকা পাড়ুকোনের XXX লুক। ছবিতে দীপিকাকে কেমন লাগছে, তা দর্শককে জানিয়েছেন খোদ ভিন ডিজেলই। ইনস্টাগ্রামে দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। আর তাতেই দেখা যাচ্ছে নায়িকাকে। ভিনের সঙ্গে দীপিকা যেন আগের থেকে আরও বেশি হট!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

XXX-এর মধ্যে দিয়েই হলিউডে আত্মপ্রকাশ করছেন দীপিকা পাড়ুকোন। এর আগে হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ মিললেও, সেবার ডেট নিয়ে সমস্যার জেরে শেষপর্যন্ত আর শিকে ছেঁড়েনি। অবশেষে XXX।


ছবির জন্য রীতিমতো শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এর আগে সামনে এসেছিল দীপিকার ট্রেনিংয়ের ভিডিও। ছবিতে দীপিকা অভিনীত চরিত্রের নাম সেরেনা।


বাজিরাও মস্তানি-র আকাশছোঁয়া সাফল্যের পর সবার নজরই এখন দীপিকার দিকে।