`আপত্তিকর কথা` বলায় ১০০ কোটির মানহানির মামলা কমল হাসান ও চ্যানেলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক: কমল হাসান ও একটি তামিল টিভি চ্যানেলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করল 'পুধিয়া থামিলাগাম' নামক এক রাজনৈতিক দল। জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বসে'র তামিল সংস্করণের সম্প্রচারের সময কমল হাসানকে দেখা যায় ওই বিশেষ রাজনৈতিক দলটি সম্পর্কে 'আপত্তিজনক' কথা বলতে, এমনটাই অভিযোগ। আর তাই পুধিয়া থামিলাগামের তরফে কমল হাসান এবং চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রকাশ্যে বিনা শর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে। আর যদি তাঁরা ক্ষমা না চান সেক্ষেত্রে ১০০ কোটির মানহানি মামলার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। (পড়ুন-বরফানি! 'বাবুমশাই বন্দুকাবাজ' ছবির শিহরণ জাগানো গানের ঝলকে দেখুন বিদিতার 'বোল্ড সিন')