ওয়েব ডেস্ক: মুক্তি পেল যশরাজ ফিল্মসের ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সীর টিজার ট্রেলর। ফার্স্ট লুকেই চমকে দিয়েছে যশরাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবিতে ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে অশান্ত কলকাতার প্রেক্ষাপটে তৈরি ছবি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি। টিজারে অপরিচিত মহিলার মুখে ঘন হচ্ছে রহস্য।


ছবিতে সদ্য কলেজ পাশ সুশান্ত পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন। এটাই তাঁর প্রথম অ্যাডভেঞ্চার ছবি। সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে তাঁকে। তবে টিজারে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর থেকে শার্লক হোমসের ঝলকই বেশি চোখে পড়ছে। যদিও, এই গুজব উড়িয়ে দিয়ে দিবাকর বলেছেন, "আমার ছবি শার্লক হোমসকে দেওয়া উত্তর। একদম স্বতন্ত্র, দেশি উত্তর। ব্যোমকেশ বক্সী ভারতের প্রথম এবং সবথেকে বিখ্যাত গোয়েন্দা। এই প্রথম হিন্দি ভাষায় আসতে চলেছেন।"


দেখুন টিজার,