Dev and Rituparna : `বঙ্গভূষণ` পাচ্ছেন দেব এবং ঋতুপর্ণা, বিনোদন দুনিয়ার আর কে রয়েছেন তালিকায়?
বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য `বঙ্গভূষণ` (Banga Bhushan) পেচে চলেছেন অভিনেতা, সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। রবিবার সোশ্যাল মিডিয়ায় এ খবর নিজেই জানিয়েছেন দেব। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসা আমন্ত্রণপত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাংসদ, অভিনেতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য 'বঙ্গভূষণ' (Banga Bhushan) পেতে চলেছেন অভিনেতা, সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। রবিবার সোশ্যাল মিডিয়ায় এ খবর নিজেই জানিয়েছেন দেব। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসা আমন্ত্রণপত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাংসদ, অভিনেতা।
দেব যে চিঠিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, তা থেকে জানা যাচ্ছে, ২৫ জুলাই নজরুল মঞ্চে বিকেল ৪টেয় আয়োজিত হতে চলেছে 'বঙ্গভূষণ' সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেখানে বাংলা চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য দেবকে এই সম্মান প্রদান করা হবে বলে জানানো হয়েছে। চিঠিতে লেখে হয়েছে, 'বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় দক্ষতা বাংলা চলচ্চিত্রকে সম্বৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পী আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত।' খোদ মুখ্যমন্ত্রীর তরফে সাংসদ, অভিনেতা দেবের কাছে এই চিঠি পৌঁছেছে।
আরও পড়ুন-স্বামীর সঙ্গে প্রেম! জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীকে পেটাল নায়কের স্ত্রী
প্রসঙ্গত এর আগে রাজ্য সরকারের তরফে 'মহানায়ক' সম্মান পেয়েছেন দেব। তবে শুধু দেবই নয়, সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সোমবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদবাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, শ্রীজাত, কুমার শানু, জুন মালিয়া, ইন্দ্রানী হালদার, সৃজিত মুখোপাধ্যায়কেও 'বঙ্গভূষণ' সম্মান প্রদান করা হবে। বিনোদন দুনিয়ার আরও বেশ কয়েকজনকে 'বঙ্গভূষণ' সম্মান প্রদান করা হবে।