জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে প্রাপ্তবয়স্ক হলেন অভিনেতা দেব। না না বয়সের জন্য বলা হচ্ছে না, চলচিত্র জীবনে তিনি প্রাপ্তবয়স্ক হলেন। টলিউডে তাঁর ১৮ বছর পূর্ণ হল। আজ থেকে ১৮ বছর আগে তাঁর প্রথম বাংলা ছবি ‘অগ্নিশপথ’ মুক্তি পেয়েছিল। সেই অর্থেই দেব বোঝাতে চেয়েছেন তিনি প্রাপ্তবয়স্ক হলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sreela Majumdar Passes Away | Rituparna Sengupta: "আমার দিদি চলে গেল... আমাকে চিরকাল বলেছে, ঋতু তুমি কখনও থামবে না"


অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘অগ্নিশপথ’ সিনেমার একটি পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে অভিবাদন! অবশেষে আজ আমি প্রাপ্তবয়স্ক হয়েছি.. মানে ১৮ বছর বয়স হল ইন্ডাস্ট্রিতে! বছরের পর বছর ধরে ভালবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতি বছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে আপনাদের জন্য বিশেষ কিছু আছে। এইখানে চোখ রাখুন!’



আর এই পোস্টের কিছুক্ষণ বাদেই আরও একটি পোস্ট করেন অভিনেতা। ২০২৪-এর শুরুতেই আমরা জানতে পেরেছিলাম আসছে তাঁর নতুন ছবি ‘খাদান’। সামনে এনেছিলেনের’ খাদান’-এর টিজার। এবার তিনি সেই ছবিরই আরেকটি চরিত্রে অভিনেতা যীশু সেনগুপ্তকে দেখতে পাওয়া যাবে বলে জানালেন দেব। দেব-কে খাদানে যে রূপে দেখতে পাওয়া যাবে তার থেকে একেবারে দেখতে পাওয়া যাবে যীশুকে।


আরও পড়ুন: Bubly-Saurav | Flashback: এপার বাংলা-ওপার বাংলার মিলন! একসঙ্গে ধরা দিলেন সৌরভ বুবলী...


২০০৫ সালে অগ্নিশপথ দিয়ে দেবের টলিউডে পথ চলা শুরু হয়। সেই ছবিতে দেবের বিপরীতে দেখতে পাওয়া গেছিল অভিনেত্রী রচনা ব্যানার্জীকে। তারপরে একাধিক সুপারহিট ছবি সকলকে উপহার দিয়েছেন দেব। পাগলু, খোকাবাবু থেকে শুরু করে চাঁদের পাহাড়, তাঁর ঝোলায় আছে প্রধান এবং টনিকের মতো সিনেমাও।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)