Dev | Subhashree: দীপাবলিতে সুখবর! বড়দিনে পর্দায় মুখোমুখি দেব-শুভশ্রী...
Khaadan | Shontaan: অনেক টানাপোড়েনের পরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের `ধূমকেতু` ছবিতে জুটি বাঁধেন তাঁরা, তবে সেই ছবিও দিনের আলো দেখেনি। এবার একসঙ্গে বড়দিনে ফিরছেন তাঁরা বড়পর্দায়। তবে কাহানিতে রয়েছে বড়সড় টুইস্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব শুভশ্রী। তাঁদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করতেন দর্শকরা। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরার পর তাঁরা একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নেন। যদিও এরপরেও কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু' ছবিতে জুটি বাঁধেন তাঁরা, তবে সেই ছবিও দিনের আলো দেখেনি। তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন দুই তারকাই। এবার বড়দিনে পর্দায় ফিরছেন তাঁরা। তবে সেখানেও রয়েছে টুইস্ট।
আরও পড়ুন- Kanchan Mullick: ধনতেরাস-দিওয়ালিতে সবাই হলেন মালামাল, কাঞ্চন হলেন ফকির!
অনেকদিন ধরেই খবর ছিল যে বড়দিনে পর্দায় আসছে দেবের 'খাদান'। সুজিত রিনো দত্তের এই ছবি নিয়ে দেবের এক্সাইটমেন্টও তুঙ্গে। পুজোর সময় টেক্কা রিলিজের আগেই রুক্মিনী বলেছিলেন যে টেক্কার সেটেও নাকি ব্রেক পেলেও খাদানের খুঁটিনাটি নিয়ে টিমের সঙ্গে আলোচনায় বসে যেতেন। অন্যদিকে তৈরি হয়েই আছে রাজ চক্রবর্তীর আগামী ছবি 'সন্তান'। মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবিও মুক্তি পাওয়ার কথা ডিসেম্বরেই।
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'খাদান'। অন্যদিকে শুভশ্রীর 'সন্তান'ও আসছে ডিসেম্বরেই অর্থাত্ একসঙ্গে না হলেও এবার বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন দেব শুভশ্রী। সঞ্জয় রিনো দত্ত পরিচালিত খাদানে দেব ও যিশু প্রথমবার থাকছেন একসঙ্গে। শোনা যাচ্ছে এই ছবিতে ডবল রোলে থাকছেন দেব, একইসঙ্গে বাবা ও ছেলের ভূমিকায়। খাদানে দেবের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।
আরও পড়ুন- Salman Khan: সলমানের থেকে ভালো লরেন্স! চাঞ্চল্যকর দাবি সলমান প্রাক্তনীর...
অন্যদিকে সন্তান হচ্ছে সম্পর্কের গল্প। বাবা ও ছেলের এই গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী। ছবিতে উকিলের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কালীপুজোর সকালে প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার। পোস্টারের ক্যাপশনে লেখা, 'আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে…তার সঙ্গে হাঁটা আইনের পথে!'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)