জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তাল বাংলাদেশ (Bangladesh Protest)। একের পর এক হিংসার খবর আসছে বাংলাদেশের নান প্রান্ত থেকে। সেরকমই একটি খবরে কার্যত স্তম্ভিত টলিউড। সোমবার গণপিটুনিতে নিহত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার (Shapla Media) কর্ণধার-প্রযোজক সেলিম খান (Selim Khan) ও তাঁর ছেলে নায়ক শান্ত খান (Shanto Khan)।  সেলিম খানের ছবি কমান্ডোতে অভিনয় করেন দেব (Dev)। তবে সেই ছবি রিলিজ হয়নি। তার মাঝেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা। সেলিম খানের মৃত্যুতে স্তম্ভিত দেব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Joler Gaan Singer Rahul Anand: পুড়িয়ে দেওয়া হল 'জলের গান'খ্যাত রাহুল আনন্দের বাড়ি, ভাঙা হল শতাধিক বাদ্যযন্ত্র...


সেলিম খানের মৃত্যুর খবরও প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব। অভিনেতা বলছেন, 'আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে। কিন্তু পরে সত্যিই যখন বুঝলাম যে এমনটাই হয়েছে, এবং শুধু ওঁর ক্ষেত্রে নয়, গোটা বাংলাদেশের জন্যই এটা খুবই কঠিন সময়। আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, খুব প্রিয় জায়গা আমার। আমার অভিজ্ঞতা খুবই ভাল। ওঁদের মতো ভদ্র, শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন ভালবাসায় বেঁধে থাকে।'


বাংলাদেশের মানুষদের জন্য উদ্বিগ্ন দেব। সুপারস্টার বলেন, 'শুধু সেলিম খান বা ওঁর পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে, যে ভিস্যুয়ালগুলো সামনে আসছে, তা সত্যিই খুব দুঃখজনক। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারব না, এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত। আমি এটুকুই চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক। মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে। যে ভালবাসা, আনন্দ নিয়ে ওঁরা থাকতেন, সেই শান্তি যেন আবার ফিরে আসে।'


আরও পড়ুন- Bangladesh Unrest: 'বেঁচে থাকলে কথা হবে...' স্বাধীন বাংলাদেশে মৃত্যুর আঁধার দেখছেন জ্যোতি!


জানা যায়, সোমবার (৫ আগস্ট) চাঁদপুরের কচুয়া উপজেলায় থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম খ্যাত সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান পড়ে যান জনরোষের মুখে। শান্তর বাবা বাংলাদেশের নামী প্রযোজক, শাকিব খানের(Shakib Khan) একাধিক সিনেমার প্রযোজক সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি। 


টলিউডের শ্রাবন্তীর (Srabanti) বিক্ষোভ সিনেমার নায়ক ছিলেন তিনি।অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সঙ্গে ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও প্রিয়া রে এখনও মুক্তি পায়নি। এছাড়াও দেবের (Dev) ছবি 'কমান্ডো'র প্রযোজক ছিলেন সেলিম খান। যদিও সেই ছবিও মুক্তি পায়নি। সহঅভিনেতা শান্তর মৃত্যুর খবরে স্তম্ভিত কৌশানী। অভিনেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে।’



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)