সৌমিতা মুখোপাধ্যায়: ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেবের (Dev) ছবি 'সাঁঝবাতি'। এরপর প্রায় এক বছর দশ মাস পর এই পুজোয় মুক্তি পায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee) পরিচালিত ছবি 'গোলন্দাজ' (Golondaj)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দেবকে। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর অদম্য সাহস ও জেদের গল্প উঠে এসেছে এই ছবির চিত্রনাট্যে। প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা মতোই এই ছবি দেখতে হলমুখী হয়েছে দর্শক। সাতদিনে এই ছবির বক্সঅফিস কালেকশন ২ কোটি টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা অতিমারির কারণে বেশ কয়েকমাস বন্ধ ছিল সিনেমা হল। এরপর অগাস্ট মাস থেকে ৫০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে সিনেমা হল খোলার নির্দেশ পান হল মাালিকরা। সিনেমা হল খোলার পর পূর্ব ভারতে গোলন্দাজই প্রথম সিনেমা যা সাতদিনে ব্যবসা করেছে ২ কোটি টাকা। সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স পুজোর সময় টানা পাঁচদিন হাউজফুল ছিল এই ছবির শো। যেভাবে তামিল ও পাঞ্জাবী ছবির মতো আঞ্চলিক ছবি জমিয়ে ব্যবসা করছে বক্সঅফিসে সেভাবেই বাংলা ছবিও দর্শককে হলমুখী করবে সে ব্যাপারে আশাবাদী ছিল হলমালিকরা। গোলন্দাজের হাত ধরেই শুরু হল সেই জার্নি। নবীনা (Navina) সিনেমার মালিক নবীন চোখানি জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, 'নবীনাতে প্রতিদিন তিনটে শো ছিল। রবিবার থেকে প্রায় প্রত্যেকটা শো-ই হাউজফুল ছিল। গোলন্দাজের ট্রেলার দেখে দর্শকের মনে হয়েছে যে এই সিনেমা দেখা উচিত। এমনকি এই সিনেমা দেখেও দর্শকের প্রতিক্রিয়া ভালো ছিল।' পাশাপাশি অজন্তা (Ajanta) সিনেমা হলের মালিক শতদীপ সাহা জানিয়েছেন, 'শুধু বাংলা সিনেমা নয়, পুজোয় মুক্তিপ্রাপ্ত ইংরাজী সিনেমা দেখতেও হলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। কিন্তু ৫০ শতাংশ দর্শক সংখ্যা হওয়ার কারণে অনেককেই ফেরত যেতে হচ্ছে, দর্শক সংখ্যা বাড়িয়ে ১০০ শতাংশ করা হলে এইভাবে দর্শকে ফিরে যেতে হবে না।'


আরও পড়ুন : Aryan Khan: জেল থেকে বের হলে কী করবেন? NCB-কে সাফ জানালেন শাহরুখ-পুত্র


গোলন্দাজের এই সাফল্যে আনন্দিত দেব নিজেও। তিনি বলেন,'আমি খুশি যে দর্শকরা সিনেমা হলে ফিরছে। গত দুবছর ধরে এই করোনা অতিমারির আবহে দর্শককে হলে ফেরানো বেশ কষ্টকর ছিল। আমি খুব খুশি যে টিম গোলন্দাজ আবারও দর্শককে হলে ফেরাতে পেরেছে, হলগুলো হাউজফুল বোর্ডের মুখ দেখেছে, হলে আবার সিটি পড়ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।' দেবের পাশাপাশি উচ্ছ্বসিত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। 'আমি খুবই খুশি। অনেক কষ্ট করে এই ছবি তৈরি করেছি আমরা। সেই ছবি যে দর্শকরা পছন্দ করেছে তার জন্য দর্শককে অনেক ধন্যবাদ। '


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)