Dev: বছরের প্রথমদিনেই বড় `উপহার` দেবের, পুজোয় আসছে বহু প্রতীক্ষিত...
Dev`s Pujo Release 2025: ২০২৪ সালের শেষে তিনি চমকে দিয়েছেন তাঁর দর্শকদের। পুরনো অবতারে ফিরেই বাংলা মূলধারার ছবিকে অক্সিজেন জুগিয়েছেন দেব। নিউ ইয়ারের শুরুতেই ২০২৫ সালের সবচেয়ে বড় উপহার দিলেন ফ্যানেদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা সারা বিশ্ব। নববর্ষের প্রথম দিনে উপহার দেওয়ার রীতি বরাবরই। এবার সেই স্টাইলেই ২০২৫ সালের প্রথম সকালেই ফ্যানেদের বিশেষ উপহার দিলেন সুপারস্টার দেব (Dev)। গত বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ছবি খাদান ঝড়ের গতিতে ব্যবসা করছে বক্স অফিসে। তার মাঝেই দেব জানিয়ে দিলেন পুজোয় তিনি ফিরছেন, নতুন ছবি 'রঘু ডাকাত' (Raghu Dakaat) নিয়ে।
আরও পড়ুন- Dev: বক্সঅফিসে 'খাদান' ঝড়, বছরশেষে 'ইতিহাসে' নাম লেখালেন দেব!
অনেকদিন ধরেই রঘু ডাকাতের অপেক্ষায় রয়েছে ফ্যানেরা। এই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়, বেশ অনেকদিন ধরেই এই ছবি নিয়ে মজে রয়েছেন তিনি। ২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ, সঙ্গে রয়েছে দেবের প্রযোজনা সংস্থাও। ধারে ও ভারে অনে বড়মাপের ছবি হতে চলেছে রঘু ডাকাত, তার আভাস আগেই ছিল। এদিন ছবির ফার্স্ট লুক সামনে আনলেন দেব। মুখ ঢাকা কালো কাপড়ে, কপালে সিঁদুরের তিলক, চোখে লেগে ভয়ংকর রাগ। পোস্টার শেয়ার করে দেব লেখেন, "নতুন বছরের শুভেচ্ছা ৷ যেমন কথা দিয়েছিলাম, খাদান-এর পর আমি আমার নতুন কাজ নিয়ে আসছি ৷ পুজোয় আসছে রঘু ডাকাত ৷"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)