নিজস্ব প্রতিবেদন : দেব এর 'কবীর'-এর স্যান্ড আর্ট টিজার মুক্তি পেতেই সকলকে মুগ্ধ করেছিল। এধরণের টিজার এর আগে কখনও বাংলা সিনেমায় দেখা গেছে বলে মনে পড়ে না। দেবের উদ্যোগেই প্রথমবার একটু অন্যধারার এই টিজার তৈরি হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কীভাবে তৈরি হয়েছিল টিজার। এতটা নিপুনভাবে স্যান্ড আর্টি বানিয়েছিলেন কোন শিল্পী? প্রশ্নটা নিশ্চয় অনেকের মনেই রয়েছে। 


স্যান্ড আর্টের মাধ্যমে তৈরি হয়েছে কখনও দুর্গ, কখনও বা হাওড়া ব্রিজ। কখনও বা চলন্ত ট্রেন, কাশফুল। তার মাঝে দেখা মিলল কাপড় ঢাকা একটা মুখ, হাতে অস্ত্র। দেখতে সন্ত্রাসবাদীর মত। তবে এসবই তৈরি হচ্ছে শিল্পীর হাতের স্যান্ড আর্ট-এর মাধ্যমে। শিল্পীর হাতের এই অসাধারণ স্যান্ড আর্ট আরও কিছুটা এগোলে বোঝা গেল এই মুখে কাপড় ঢাকা ব্যক্তিটি আসলে দেব। এতটা নিপুন শিল্প সত্যিই মুগ্ধ করে। তবে এটা কীভাবে কে বানিয়েছিলেন তা নিজের মুখেই বানিয়েছেন 'কবীর' এর নায়ক তথা প্রযোজক দেব।


দেব এর কথায়, প্রথম তাঁর মনে প্রশ্ন জাগে, স্যান্ড আর্ট বানানোর কোনও বাঙালি শিল্পী কি রয়েছেন? নাকি মুম্বই থেকে কাউকে আনতে হবে? পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ই তখন তাঁকে কৌশিক নামের একজন স্যান্ড আর্ট শিল্পীর কথা জানান। তিনিই তাঁর নিপুন দক্ষতায় বানিয়ে তোলেন 'কবীর'এর এই স্যান্ড আর্ট শিল্প। এমনকি বিদেশেও প্রচুর শো করেছেন শিল্পী কৌশিক। কৌশিক স্যান্ড আর্ট বানানোর পর সেটার মোশান পিকটার বানানো হয়।


কীভাবে  তৈরি হচ্ছে কবীরের স্যান্ড আর্ট টিজার, নিজেই দেখুন...