নিজস্ব প্রতিবেদন : অবশেষে বলিউডে পা রেখেই ফেললেন শ্রীদেবী কন্যা। শুক্রবার থেকে শুরু হয়েছে তাঁর ছবির শ্যুটিং। কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে জাহ্নবীর আপকামিং ফিল্ম 'ধড়ক'-এর ফার্স্ট লুক পোস্টার। যেখানে পুরনো শ্রীদেবীকেই মনে করাচ্ছেন জাহ্নবী। এবার সামনে এল ফিল্মের শ্যুটিং-এর ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ধড়ক'-এ জাহ্নবীর বিপরীতে দেখা যাবে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে। এটি বিখ্যাত মারাঠি ছবি 'সাইরাত'-এর রিমেক। ছবির প্রযোজনা করছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন।  'ধড়ক'-মুক্তি পাওয়ার কথা ২০১৮র ৬ জুলাই।


শোনা যায়, সইফ-অমৃতা কন্যা সারা আলি খানকেই ধর্মা থেকে লঞ্চ করানোর প্রস্তাব দিয়েছিলেন করণ জোহর। তবে করিনা কাপুর খানের সঙ্গে করণের বন্ধুত্ব থাকায়, সারাকে করণের হাত ধরে ডেবিউ করানোর পরিকল্পনা বাতিল করেন অমৃতা। আর এতেই সারার বদলে জাহ্নবীকে নেন করণ।


এদিকে, শুক্রবার রাজস্থানের উদয়পুরে মেয়ের প্রথম ছবি 'ধড়ক'-এর শ্যুটিংয়ে তাঁর সঙ্গেই ছিলেন শ্রীদেবী ও তার বিশেষ বন্ধু তথা ফ্যাশান ডিজাইনার মণীশ মালহোত্রা।