নিজস্ব প্রতিবেদন : মারাঠি আইকনিক ছবি 'সাইরাট'-এর রিমেক করছেন করণ জোহর। তাই সেটা কেমন হবে এটা জানতে 'ধড়ক' নিয়ে দর্শকদের মধ্য়ে আগ্রহ এবং উৎসাহ ছিলই। তবে সেই উৎসাহ, উদ্দীপনা আরও অনেকটাই বেড়ে যায় এই ছবির মাধ্যমেই শ্রীদেবী কন্যা জাহ্নবীর বলিউডে ডেবিউ করার খবরে। তাই শ্যুটিং শুরুর সময় থেকে 'ধড়ক' আলোচনাতেই ছিল। অবশেষে আজ, ২০ জুলাই মুক্তি পেয়েছে ধর্মা প্রোডাকশন প্রযোজিত শশাঙ্ক খৈতান পরিচালিত 'ধড়ক'। কিন্তু কেমন হল ছবিটি? অভিনয় দিয়ে কী নজর কাড়তে পারলেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর ও শ্রীদেবী কন্যা জাহ্নবী? চলুন দেখে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির গল্প ও বিষয়বস্তু: ছবির গল্পে কিছু জায়গায় নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা হলেও মূলত 'সাইরাট'কে অনুসরণ করেই তৈরি হয়েছে 'ধড়ক'-এর চিত্রনাট্য। ছবির প্রেক্ষাপট মধুকর ও পার্থবীর অদমনীয় প্রেম। আর এই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সমাজ, জাতিভেদ, অর্থনৈতিক বৈষম্য ও রাজনীতি। এসব অতিক্রম করেই মধুকর ও পার্থবী নিজেরদের ভালোবাসা এগিয়ে নিয়ে যেতে চায়। এসবকিছুতেই নাগরাজ মঞ্জুলের মারাঠি ছবি 'সাইরাট'-এর মতোই শশঙ্ক খৈতানের 'ধড়ক'।  তবে 'সাইরাট'এর প্রেক্ষাপট যেখানে ছিল মহারাষ্ট্র, সেখানে 'ধড়ক'এর প্রেক্ষাপট রাজস্থানের উদয়পুর। 



বিশ্লেষণ:




অভিনয়:ৎ জাহ্নবীর বাবা রাতন সিংয়ের চরিত্র আশুতোষ রানার অভিনয়। 


মিউজিক, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য ও পরিচালনা : ছবিতে অজয় অতুলের করা মিউজিক বেশ মন কাড়ছে তা বলাই বাহুল্য। যদিও  যেহেতু উদয়পুরের প্রেক্ষাপটে ছবির গল্প এগিয়েছে তাই কখনও কখনও মনে হতে পারে সিনেমার গানে রাজস্থানি গানের ছোয়া থাকলে ভালো হত। তবে নজর কেড়েছে বিষ্ণু রাও-এর সিনেমাটোগ্রাফি। 


এদিকে এই ছবির চিত্রনাট্য আলাদা করে নজর কাড়েনি। আর পাঁচটা বানিজ্যিক ছবির মতোই মনে হয়েছে। শেষ পর্যায়ে গিয়ে মনে হয়েছে ছবিটা যেন শেষ হওয়ার জন্য হয়ে শেষ হয়ে গেল। আর পরিচলনার কথা বলতে গেল যেভাবে পরিচলক হিসাবে 'বদ্রীনাথ কী দুলহনিয়া', 'হামটি শর্মা কী দুলহনিয়া'র মতো ছবিতে দর্শকদের মন কেড়েছিলেন শশাঙ্ক খৈতান, সেভাবে হয়ত 'ধড়ক'-এ মন ছুঁতে পারলেন না।