ওয়েব ডেস্ক: জুলাই ১, ২০১৬। মনে পড়ে দিনটা? বাংলাদেশের রাজধানী ঢাকায় সন্ত্রাস হানা, রক্ত দিয়ে স্নান করেছিল সবুজ বাংলা। গুলশানের অভিজাত রেস্তরাঁ হোলি আর্টিজানে বন্দুকবাজের হানায় ২০টি প্রাণের 'অপ-সমাপ্তি' ঘটেছিল ঘণ্টা দুয়েকের মধ্যেই। দিন যত এগিয়েছে ক্ষত যেন আরও তল খুঁজে বেড়িয়েছে মনের অন্দরমহলে। সেদিনের ভয়ার্ত মুখগুলো আজও দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে যাচ্ছে। আজই শেষ নয়, যেতে হবে দূর, বহু দূর...। মৃত্যু উপত্যকায় জীবন ফিরিয়ে আনার চেষ্টায় এবার সিনেমার আধার ধার করল বাংলাদেশ। আরও পড়ুন- সন্ত্রাসের জন্য ইসলামকে দায়ী করা 'বোকার স্বর্গে মুর্খের বাস'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁর সন্ত্রাসের নাট্যরূপ এবার সিনেমার পর্দায়। ছবির নাম 'ঢাকা অ্যাটাক'। মার্চ ২৪, ২০১৭ এই ছবি মুক্তি পাবে গোটা বাংলাদেশে। দেখুন 'ঢাকা অ্যাটাক' ছবির ট্রেলর-