নিজস্ব প্রতিবেদন: ঢিনচ্যাক পূজাকে মনে আছে নিশ্চয়? একসময় ইউটিউবে ঝড় তুলেছিলেন এই ইউটিউবার। বহুদিন পর ফের একবার নতুন গান নিয়ে ইউটিউবে ফিরলেন ঢিনচ্যাক পূজা। ফিরে এসেছেন 'নাচকে পাগল' গান নিয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘সেলফি ম্যায়নে লে লিয়া’ থেকে শুরু করে ‘সোয়াগওয়ালি টোপি’, ইন্টারনেটে একের পর এক ‘ধামাকা’ করে একসময় সংবাদ শিরোনামে আসেন পূর্ব দিল্লির পূজা জৈন। ঢিনচ্যাক পূজা বলেই অবশ্য তিনি পরিচিতি পেয়েছিলেন। শুধু অবশ্য ইউটিউবার হিসাবে নয়, ২০১৭-র বিগ বসেও প্রতিযোগী হিসাবে হাজির হয়েছিলেন তিনি। তবে নিজের গান নিয়ে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে পূজাকে। মাঝে ইউটিউব থেকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল তাঁকে। তবে ভক্তদের মনোরঞ্জনের জন্য ফের একবার ইউটিউবে ফিরেছেন ঢিনচ্যাক পূজা। ইতিমধ্যেই পূজার 'নাচ কে পাগল' গানের ভিউ হয়েছেন ৩৪ লক্ষ।


আরও পড়ুন-'শো করা নয় প্লেব্যাক সিঙ্গার হওয়াই লক্ষ্য', জানালেন Zee বাংলা সারেগামাপা বিজয়ী অঙ্কিতা


তবে অবশ্য এবারও পূজাকে ট্রেল করতে ছাড়ছেন না নেটিজেনরা।









নেটিজেনরা অবশ্য যতই তাঁকে আক্রমণ করুন না কেন, ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হতে শুরু করেছে ঢিনচ্যাক পূজার গান।


আরও পড়ুন-'কখনও পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কিনিনি', বিস্ফোরক গোবিন্দা