ওয়েব ডেস্ক: হৃত্বিক রোশন-কঙ্গনা রানাওয়াত সম্পর্ক নিয়ে বিতর্ক ‌যেন থামতেই চাইছে না। ইতিমধ্যেই, বিতর্ক বাড়তে বাড়তে আদালত প‌র্যন্ত পৌঁছেছে। গত ৪ বছর ধরে তাঁরা তাঁদের এই সম্পর্কের জটিলতাকে টেনেই চলেছেন, লড়াই, পাল্ট লড়াই চলছে তো চলছেই। সম্প্রতি, '‍আপ কি আদালত'‍-এ কঙ্গনার মন্তব্যের পর বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে। শেষমেশ হৃত্বিকের ফেসবুক পোস্ট, রিপাবলিক টিভিতে সাক্ষাৎকারের মুখ খুলতে বাধ্য হয়েছেন হৃত্বিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে হৃত্বিকের কথা মত এই জটিলতার জেরে সবথেকে বেশি প্রভাব পড়ছে তাঁর দুই ছেলের উপর। হৃত্বিকের কথা মত, '‍'‍আমাকে আমার ছেলেদের সঙ্গে কথা বলা উচিত ছিল, ‌যে তাঁরা স্কুলে এই কারণে বিভিন্ন ধরণের সমস্যায় পড়ছে কিনা?আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, অথচ আমি দোষী নই। এমনকি আমি কোন সময়ের মধ্যে দিয়ে গেছি, সেটা আমি এখানে বসে (চ্যানেলে বসে) বলতেই চাইনি কখনও। তবে এই কঠিন সময়ের মধ্যে থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। ‌যা আমি ভবিষ্যতে আমার সন্তানদের শেখাতে পারব।'‍'‍



এর আগেও কঙ্গনা রানাওয়াত এর বোন রঙ্গোলি ‌যখন হৃত্বিককে একহাত নিয়েছিল তখনও হৃত্বিক বলেছিলেন, ‌যে কীভাবে এই বিষয়টির মধ্যে তাঁর ছেলেমেয়েকে টেনে আনা হচ্ছে। রঙ্গোলির প্রশ্ন ছিল, '‍'‍হৃত্বিক বলছে সে কঙ্গনার ঘটনায় তাঁর ছেলেদের মুখ চেয়ে সব করছে। ...তাই মিস্টার হৃত্বিক রোশনের কাছে আমার প্রশ্ন তিনি তাঁর সন্তানদের জন্য কী করছেন এক মহিলার নগ্ন ছবি ফাঁস করছেন?'‍'‍ 


অনেকের মতে এসব থেকে খুব ভালো করেই বোঝা ‌যাচ্ছে কীভাবে দুই পরিবার এই বিষয়টি মধ্যে জড়িয়ে পড়েছে। আপনাদের কী অভিমত?