নিজস্ব প্রতিবেদন: দেশ ছাড়িয়ে এখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 'কোয়ান্টিকো'তে অভিনয়ের ফলে প্রিয়াঙ্কা এখন মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়। তবে শোনা যাচ্ছে, সলমন খানের ভারত দিয়ে নাকি বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও 'পদ্মাবত'-এর জন্য দীপিকা পাড়ুকোনকে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়েছিল, প্রিয়াঙ্কাও নাকি 'ভারত'এ অভিনয়ের জন্য সেই ১২ কোটি টাকাই পারিশ্রমিক চেয়েছেন বলে শোনা যাচ্ছিল। আবার 'টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল 'ভারত' প্রিয়াঙ্কার বন্ধু পরিচালক আলি আব্বাস জাফরের ফিল্ম হওয়ায় এখানে নাকি তিনি বিনা পারিশ্রমিকেই কাজ করছেন। যদিও প্রযোজক সংস্থার তরফে এই তথ্য ভুল বলে জানিয়ে দেওয়া হয়। তবে সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুসারে 'ভারত'-এর জন্য পিগি চপসকে নাকি ৬.৫ কোটি টাকা দেওয়া হচ্ছে।


প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের পাশাপাশি প্রিয়াঙ্কাও বলিউডে এমন একজন যিনি অনেক অভিনেত্রীর থেকেই বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। এদিকে প্রিয়াঙ্কা-সলমন ছাড়াও 'ভারত'-এ দিশা পাটানি, তব্বু, সুনীল গ্রোভারের মত অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে। শোনা যাচ্ছে, পিগি চপসকে নাকি এই ছবিতে ২৮-৬০ বছর পর্যন্ত বিভিন্ন বয়সের মোট ৫ ধরনের বিভিন্ন লুকে দেখা যাবে। জিনাত আমন, পারভিন ববি, শর্মিলা ঠাকুর, সাবানা আজমি সহ একাধিক চরিত্রের লুকে দেখা যাবে তাঁকে।