`যুগের অবসান, প্রতিষ্ঠান চলে গেল,` Dilip Kumar-প্রয়াণে গভীর শোকপ্রকাশ Amitabh Bachchan এর
বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar Dies)। বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকালে অভিনেতার প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্রজগৎ। টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লেখেন, চলচ্চিত্রের একটা প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় সিনেমার ইতিহাসের চিরস্মরণীয় পর্যায় হয়ে থাকবেন দিলীপ কুমার। পরিবারের প্রতি সমবেদনা। ভগবান ওঁদের শক্তি দান করুন। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি। গভীরভাবে শোকাহত। আরও একটি টুইটে অমিতাভ লেখেন, স্বর্ণযুগের পর্দা নামল। আর জীবনে যা হবে না।
প্রসঙ্গত, বুধবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত বুধবার সেখানে ভর্তি করা হয় তাঁকে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আজ বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: জীবনের ওপারে 'নয়া দৌড়ে' সামিল দিলীপ সাব