নিজস্ব প্রতিবেদন: ​কৃষক আন্দোলনের মুখ হিসেবে মহিন্দ্র কউরকে গুলিয়ে ফেলেছেন বিলকিস দাদির সঙ্গে। এমনকী, মহিন্দ্র কউর নন, কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন বিলকিস দাদি মাত্র ১০০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে। এমন মন্তব্যও করতে দেখা যায় কঙ্গনা রানাউতকে। এরপরই কঙ্গনার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন নেট জনতার একাংশ। জোরদার সমালোচনা শুরু হয়ে যায় কঙ্গনার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা দলজিৎ দোসাঞ্জ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'শাহিনবাগের 'বিলকিস দাদি' গিয়েছেন কৃষক আন্দোলনেও', কঙ্গনাকে আইনি নোটিস আইনজীবীর


কৃষক আন্দোলনের মুখ মহিন্দ্র কউরের ছবি প্রকাশ করে দলজিৎ বলেন, এত বড় অন্ধ কেউ কীভাবে হতে পারেন! শুধু তাই নয়, মহিন্দ্র কউরজিকে সম্মানও জানান দলজিৎ। 


দেখুন...


 



এদিকে মহিন্দ্র কউরকে শাহিনবাগের বিলকিস দাদি (নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শাহিনবাগে দেখা যায় বিলকিস দাদিকে) বলে সম্মোধন করায়, কঙ্গনাকে আইনি নোটিস পাঠান পঞ্জাবের জিরাকপুরের আইনজীবী হরকম সিং।  তিনি বলেন, মহিন্দ্র কউরকে কঙ্গনাকে যেভাবে অপমান করেছেন, তার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে।  কঙ্গনা যদি ক্ষমা চেয়ে না নেন, তাহলে তাঁকে মানহানির নোটিস পাঠানো হবে বলেও স্পষ্ট জানান ওই আইনজীবী।