রাস্তার পাশে বসে সবজি, রুটি বিক্রি করছেন বৃদ্ধা, ভিডিয়ো শেয়ার করলেন দিলজিৎ
নিজেই ভিডিয়ো শেয়ার কেন দিলজিৎ
নিজস্ব প্রতিবেদন : বয়স ৭০। বয়স ৬০-এর ঘর থেকে পেরিয়ে ৭০-এ পড়লেও তাঁর কাজ করা বন্ধ হয়নি। রাস্তার পাশে বসে কখনও ডাল, সবজি, রুটি আবার কখনও পরোটা বিক্রি করতে দেখা যায় পঞ্জাবের এক বৃদ্ধাকে। চোখে চশমা এঁটে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যান তিনি। এবার এমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন বলিউড অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।
দেখুন...
অনেক বছর হয়ে গেল তিনি রাস্তার পাশে বসে খাবার বিক্রি করছেন বলে জানান ওই বৃদ্ধা। পঞ্জাবের জন্ধরের ওই বৃদ্ধার রুটি, সবজি, পরোটা বিক্রি করার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই বৃদ্ধার পাশে দাঁড়াতে মানুষ যাতে এগিয়ে আসেন, সেই আবেদনও করেন দিলজিৎ।
আরও পড়ুন : দুবাইতে শাহরুখ, জন্মদিনে মাস্ক, স্যানিটাইজার দিয়েই প্রিয় অভিনেতার জন্মদিন পালন ভক্তদের
প্রসঙ্গত, নিজে রোজগার করে সংসার চালাচ্ছেন অনেক বছর ধরে। তাই কেন কেউ তাঁর ভিডিয়ো শ্যুট করছেন বলে প্রশ্ন তোলেন ওই বৃদ্ধা। ইন্টারনেটে ওই বৃদ্ধার ভিডিয়ো শেয়ার হতেই তা চোখে পড়ে বলিউড অভিনেতার। জলন্ধরে গেলে অবশ্যই তিনি ওই বৃদ্ধার খাবারের স্টলে হাজির হবেন বলে জানান দিলজিথ। পাশাপাশি ভক্তদেরও আর্জি জানান, ওই বৃদ্ধার স্টলে গিয়ে খাওয়ার জন্য। দিলজিৎ-এর পাশাপাশি পঞ্জাবের একাধিক সেলিব্রিটি ওই বৃদ্ধার ভিডিয়ো শেয়ার করে সাহায্যের আবেদন জানান।