নাসিরুদ্দিন শাহের রাজেশ খান্নাকে `মাঝারি গুণসম্পন্ন` মন্তব্যে মুখ খুললেন ডিম্পল কাপাডিয়া
একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে রাজেশ খান্না সম্পর্কে `মাঝারি গুণসম্পন্ন` বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। তাঁর এই মন্তব্যে বেজায় চটে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিবাদ জানান রাজেশ কন্যা টুইঙ্কল। এবার এই প্রসঙ্গে আর নিশ্চুপ থাকতে পারলেন না ডিম্পল কাপাডিয়া। তিনি বললেন, `প্রত্যেকের নিজের নিজের বক্তব্য পেশের অধিকার আছে আমি জানি। রাজেশ খান্না হিন্দি ছবির জন্য কতটা কী করেছেন, তা আমি জানি, আপনি জানেন এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তরা সবাই জানেন।`
ওয়েব ডেস্ক: একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে রাজেশ খান্না সম্পর্কে 'মাঝারি গুণসম্পন্ন' বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। তাঁর এই মন্তব্যে বেজায় চটে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিবাদ জানান রাজেশ কন্যা টুইঙ্কল। এবার এই প্রসঙ্গে আর নিশ্চুপ থাকতে পারলেন না ডিম্পল কাপাডিয়া। তিনি বললেন, 'প্রত্যেকের নিজের নিজের বক্তব্য পেশের অধিকার আছে আমি জানি। রাজেশ খান্না হিন্দি ছবির জন্য কতটা কী করেছেন, তা আমি জানি, আপনি জানেন এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তরা সবাই জানেন।'
আরও পড়ুন নাসিরুদ্দিন শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক টুইঙ্কল খান্না!
প্রসঙ্গত, একটি সাক্ষাত্কার দেওয়ার সময় কথা প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ বলেন, 'তখন ১৯৭০ সাল। যখন হিন্দি ছবিতে মাঝারি গুণসম্পন্ন লোক আসতে শুরু করেন। সেই সময়ে রাজেশ খান্না নামে এক অভিনেতার আগমণ হয় হিন্দি চলচ্চিত্র জগতে। তিনি যথেষ্ট সফল ছিলেন। কিন্তু আমার মনে হয়, তিনি একজন সীমিত অভিনেতা ছিলেন। বলতে গেলে তিনি একজন পুওর অভিনেতা ছিলেন। আমার দেখা অভিনেতাদের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি সচেতন ব্যক্তি ছিলেন না। তাঁর রুচি গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে চলত।'
আরও পড়ুন রাজেশ খান্না সম্পর্কে 'মাঝারি গুণসম্পন্ন' মন্তব্যে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ