Tollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকাল থেকে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম টলিউড। সোশ্যাল মিডিয়ায় টলিউডের নয়া পরিচালক বাপ্পার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন অভিনেত্রী সুকন্যা দত্ত। পরিচালক বাপ্পার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাঁর। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ। অভিনেত্রীর অভিযোগ, অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে তাঁকে হয়রানির স্বীকার হতে হয়েছে। তবে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


জি ২৪ ঘণ্টার তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তাঁকে আমি চিনি না। খুব কমই কথা হয়েছে। এমনকী তার পোস্টও দেখতে পাচ্ছি না। তবে যতদূর জানতে পেরেছি তা থেকে বলতে পারি, উনি যা বলছেন তা অপ্রাসঙ্গিক। আমি এসব কথা বলিনি। আমাকে হেনস্থা করেছেন উনি। কেন করছেন, তাও বুঝতে পারছি না। স্ক্রিনশটে যা দেখা যা্চ্ছে, সেটা কাজের বিষয়েই কথা হয়। কাস্ট করার পর ওঁকে আমি কোনও ইনস্টিটিউট থেকে কাজ শিখতে বলি। ও টাকা ইনভেস্ট করতে চায়। নানারকম বিষয় ঘটে। এর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমি এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। যেভাবে আমায় সোশ্যাল মিডিয়ায় অপমান করা হয়েছে, আমি আইনের পথে হাঁটব।’


সুকন্যার অভিযোগ, ‘বাপ্পা বিশাল বড় পরিচালক, উনি আমাকে একটি শর্ট ফিল্মে কাজ করার অফার করেন। উনি নাকি তিনটে শর্ট ফিল্ম জুড়ে একটি ফিচার বানাবেন যেটি হলে মুক্তি পাবে। বিভিন্ন কথআবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!ওঁর নোংরা প্রস্তাব প্রত্যাখান করি তখন আমায় বলেন আমি নাকি যৌন অক্ষম মহিলা। আরও অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়। উনি স্ক্রিপ্ট পড়ার নাম করে আমায় নোংরা ইঙ্গিত করতে থাকেন। উনি ফোনে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপ কল করেন, যাতে কোনও কথা রেকর্ড না হয়। এমনকী ওঁর ছবিতে নায়িকা হতে গেলে ওঁর স্কুটি করে ঘুরতে হবে।’


আরও পড়ুন-Casting Couch:‘বোল্ডসিনের ওয়ার্কশপ করলে কাজ পাওয়া যাবে’, টলি পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর


কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বাপ্পার ছবি ‘শহরের উপকথা’, সম্প্রতি তাঁর আগামী ছবিরও ঘোষণা করেন বাপ্পা। ফুটবলার মেহেতাবের বায়োপিক বানাচ্ছেন পরিচালক। পাশাপাশি সুকন্যা অভিনয় করেছেন ‘কিরণমালা’,’দীপ জ্বেলে যাই’-এর মতো একাধিক জনপ্রিয় টেলি সিরিয়ালে। কিছুদিন আগেই অনুভব কাঞ্জিলালের সঙ্গে একটি মিউজিক ভিডিয়ো শ্যুট করেন তিনি। বাপ্পার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইন সবার জন্য, পরিচালক চাইলে আইনি পদক্ষেপ নিক।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)