Kallol Lahiri : `ইন্দুবালা`র পোস্টারে নাম নেই কল্লোল লাহিড়ীর, বিতর্কে মুখ খুললেন পরিচালক দেবালয়
`হইচই`-এর তরফে সম্প্রতি প্রকাশ্য়ে আনা হয়েছে ওয়েব সিরিজ `ইন্দুবালা ভাতের হোটেল`-এর ফাস্ট লুক পোস্টার। আর সেই পোস্টারে নাম নেই সাহিত্যিক কল্লোল লাহিড়ীর। অথচ, কল্লোল লাহাড়ীর লেখা উপন্যাস অবলম্বনেই এই ওয়েবসিরিজটি বানিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েবসিরিজের পোস্টারে কল্লোল লাহিড়ীর নাম না থাকায় সাহিত্য অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবার সেটা নিয়েই মুখ খুললেন পরিচালক।
Kallol Lahiri , জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'হইচই'-এর তরফে সম্প্রতি প্রকাশ্য়ে আনা হয়েছে ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ফাস্ট লুক পোস্টার। আর সেই পোস্টারে নাম নেই সাহিত্যিক কল্লোল লাহিড়ীর। অথচ, কল্লোল লাহাড়ীর লেখা উপন্যাস অবলম্বনেই এই ওয়েবসিরিজটি বানিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েবসিরিজের পোস্টারে কল্লোল লাহিড়ীর নাম না থাকায় সাহিত্য অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবার সেটা নিয়েই মুখ খুললেন পরিচালক।
বৃহস্পতিবার, লম্বা ফেসবুকে পোস্টে কল্লোল লাহাড়ীর নাম না থাকার কারণ জানিয়েছেন দেবালয়। পরিচালক লিখেছেন, 'Hoichoi announcement এর motion poster-এ কল্লোল লাহিড়ীর নাম না থাকার জন্য তাকে যারা ভালোবাসেন ও শ্রদ্ধা করেন তাদের অনেকেরই খারাপ লেগেছে। তাদের মনে হয়েছে তাকে স্রষ্টার সন্মান থেকে বঞ্চিত করা হয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে এর জন্য ক্ষমা চাইছি কল্লোল ও তার পাঠকদের কাছে। তবে এই সিদ্ধান্তের মুলে ছিল যারা পোস্টার করেছেন। তাদের ধারনা যে ইন্দুবালা ভাতের হোটেল কার লেখা সেটা এমনিতেই সবাই জানে। তাই a novel by kallol Lahiri টা মূল পোস্টার ও অন্যান্য প্রমোশনের জন্য রেখে দিয়েছিল কারণ এটা শুধুই announcement poster। ইন্দুবালা ভাতের হোটেল Adapted from the novel মানেই এটা কল্লোল লাহিড়ীর এটা ভেবে নেওয়ার জন্য তাদের তরফ থেকেও আমি ক্ষমাপ্রার্থনা করছি।
এর পিছনের লেখক বা স্রষ্টা কে তার মহিমা থেকে বঞ্চিত করার কারুর কোন উদ্ধেশ্য বা ঔদ্ধত্য নেই। ইন্দুবালা তার স্রষ্টা আর তার পাঠকেরই থাকবে। আমি o hoichoi তাতে সামান্যই অংশীদার।'
আরও পড়ুন-৭৫-এর বৃদ্ধা শুভশ্রী, ইন্দুবালা ভাতের হোটেলে খাবেন?
প্রসঙ্গত, 'ইন্দুবালা ভাতের হোটেল' ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবার OTT-র দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পোস্টার মুক্তির পর এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে কথা বলার সময় দেবালয় ভট্টাচার্য কল্লোল লাহিড়ীর উপন্যান অবলম্বনে এই ওয়েবসিরিজ বানানোর কথা উল্লেখ করেন। দেবালয় ভট্টাচার্য বলেন 'কল্লোল লাহাড়ির উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' অবলম্বনেই এই ওয়েবসিরিজটি বানিয়েছি। এখানে ইন্দুবালা বলে একজন মহিলা, যার বয়স প্রায় ৭৫। তিনি একটা ছোট্ট হোটেল চালান। অনেকেই তাঁর খাবারের ভক্ত। মা, ঠাকুমা, শাশুড়ির কাছ থেকে শেখা একদম ট্রাডিশনাল বাঙালি কিছু রান্না-ই উনি করেন। যদিও এই গল্পে খাবারটা মূল বিষয় নয়, খাবারের মধ্যে দিয়ে উনি স্মৃতিগুলিকে বাঁচিয়ে রাখেন। এটা ওঁর বিস্মৃতির বিরুদ্ধে লড়াই। ৬-এর দশকে উনি বিয়ের পর এদেশে আসেন। তারপর আর বাংলাদেশে না ফিরে যেতে না পারা, অসুখী দাম্পত্য জীবন, স্বামী মারা যাওয়া, বাচ্চাদের নিয়ে স্ট্রাগল, ছোটবেলার প্রেম, প্রথম জীবন, পূর্ব বাংলার নানান স্মৃতি সবাই ওঁর রান্নায় ধরা থাকে। এখানে আসলে টেস্ট ইজ মেমরি। খাবারের মধ্যে দিয়ে উনি স্মৃতিগুলিকে বাঁচিয়ে রাখেন। এটা ওঁর বিস্মৃতির বিরুদ্ধে লড়াই। বর্তমানে উনি একজন সফল মহিলা, তারপরেও উনি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।'