নিজস্ব প্রতিবেদন : প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। শুক্রবার, সকালে রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। সকালেই তাঁর দেহ দাহর জন্য নিয়ে যাওয়ার কথা। এদিকে আজই রাজ চক্রবর্তীর ফাইনাল COVID টেস্টের কথা রয়েছে। দূর থেকেও বাবাকে শেষ দেখা রাজ দেখতে পারবেন কিনা জানা যাচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারের জন্য সময়টা বিশেষ ভালো হচ্ছে না। গত ১৭ অগস্ট রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাঁর C0VID 19-এ আক্রান্ত হওয়ার কথা সকলকে জানান। পরে অবশ্য তিনি জানান, তাঁর পরিবারের অন্যান্যদের COVID-টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি অবশ্য কোয়ারেন্টাইনেই রয়েছেন বলে জানিয়েছিলেন রাজ। এদিকে ছেলে কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই চক্রবর্তী পরিবারে এল খারাপ খবর। শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর।



ছবি : রাজ চক্রবর্তীর ফেসবুক থেকে নেওয়া পারিবারিক ছবি


এদিকে এবছরই ফাদার্স ডে উপলক্ষেও বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ।



ছবি : বাবার সঙ্গে রাজ, ফাদার্স ডে তে রাজের পোস্ট করা ছবি


রাজের পরিবারে বর্তমানে রয়েছেন তাঁর মা লীলা চক্রবর্তী, স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দুই দিদি।  প্রসঙ্গত, রাজের স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়  খুব শীঘ্রই মা হতে চলেছেন।