নিজস্ব প্রতিবেদন : এর আগেও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে তাঁর ছবি। এবার ফের একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উচ্চারিত হল সৃজিত মুখোপাধ্যায়ের নাম। ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিল পরিচালক সৃজিতের ছবি 'গুমনামী'। সেরা চিত্রনাট্য এবং সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে 'গুমনামী'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে Zee ২৪ ঘণ্টার তরফে পরিচালককে ফোন করা হয়। সৃজিত মুখোপাধ্যায় বলেন, ''এটা গতবছরই হওয়ার ছিল। অসম্ভব খুশি। কারণ, এই ছবির জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। প্রাণে মারার হুমকি, মামলা মোকদ্দমা, ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে, নানান রাজনৈতিক দলের বিক্ষোভ, অনেক ঝড়-ঝাপটা সামলাছি। তবে শেষপর্যন্ত প্রশ্নগুলো মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। তাতেই সন্তুষ্ট। তবে কাজ করার সময় আমি কাজটাই করি, কোনও পুরস্কারের আশা নিয়ে কাজ করি না।  মানুষের ভালোবাসা, জুরিদের ভালোবাসাতেই বক্স অফিস কিংবা পুরস্কারের মঞ্চে সাফল্য এসেছে। তবে পুরস্কার না পেলেও কাজের প্রতি টান আমার কমে না। আজকেও এতকিছু ভাবিনি, শ্যুটিংই করছিলাম। তারপর দেখি অনেকগুলো ফোন, তখন জানতে পারলাম। গুমনামী অ্যাডাপটেড স্ক্রিন প্লে হিসাবেও পুরস্কার পেয়েছে, তাতে তৃপ্ত। কারণ অনেক পরিশ্রম করে, বই ঘেঁটে, তিনটে কমিশনের তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য তৈরি করতে হয়েছে।''


আরও পড়ুন-67th National Film Awards: সেরা চিত্রনাট্য 'জ্যেষ্ঠপুত্র' ও 'গুমনামী', অভিনেতা মনোজ, অভিনেত্রী কঙ্গনা




কার কার থেকে শুভেচ্ছা এল? এই প্রশ্নে পরিচালক বলেন, ''বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে, গুমনামী-র সমস্ত কলাকুশলী, SVF-টিম সহ আমার বন্ধুবান্ধব বহু লোকজনের সঙ্গেই কথা হয়েছে, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে অনির্বাণের (অনির্বাণ ভট্টাচার্য) সঙ্গে এখনও কথা হয়নি। মিথিলাও ভীষণ খুশি।''


এদিকে 'গুমনামী' জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেওয়ায় প্রযোজনা সংস্থার SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, '' সেরা বাংলা ছবি হিসাবে গুমনামির জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয় ভীষণই সম্মানের। ছবিটি প্রযোজনার সময় অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছবিটি নিয়ে আমাদের অনেক আশাও ছিল। আমি সৃজিত মুখোপাধ্যায়কে এজন্য অভিনন্দন জানাতে চাই। ২০১৮ সালে এক যে ছিল রাজ-ছবিটিও একই বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল। এই মুহূর্তটা আমাদের জন্য গর্বের।''


প্রসঙ্গত, শুধু 'গুমনামী', 'এক যে ছিল রাজা'-ই নয়, তারও আগে সৃজিত  মুখোপাধ্যায়ের 'জাতিস্মর' ৪টি এবং 'চতুস্কোণ' দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল।