নিজস্ব প্রতিবেদন : দিশা সালিয়ানের মৃত্যুর পর তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। দিশার ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃত্যুর পর দিশার নগ্ন দেহ উদ্ধার হয় এই তথ্যের সমর্থনে দিশার ময়নাতদন্তের রিপোর্টের কিছু অংশ ভাইরালও হয়েছে। আর এর পরেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, নগ্ন দেহ উদ্ধার হওয়ার পরও কীভাবে মুম্বই পুলিস এটাকে আত্মহত্যা বলছে? যদিও মুম্বই পুলিসের এক আধিকারিক মুম্বই মিরর-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। দিশার নগ্ন দেহ উদ্ধার হয়নি। তাঁর মৃতদেহে কাপড় ছিল।


আরো পড়ুন-মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন দিশা সালিয়ান, সামনে এল সেই ভিডিয়ো!



ছবি : দিশার ময়নাতদন্তের রিপোর্টের এই অংশটিই একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে 


এদিকে দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান এক সাক্ষাৎকারে বলেন, ''সাংবাদমাধ্যমের বাক-স্বাধীনতা রয়েছে মানেই যা খুশি তাই বলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। পুলিস যা বলার তাই বলেছে। আমাদের ময়নাতদন্তের রিপোর্ট দেখানো হয়েছে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না, ওর ধর্ষণও করা হয়নি। ওর শরীরে কোনও অস্বাভাবিক আঘাতও নেই। মুম্বই পুলিসের উপর আমাদের ভরসা আছে। আমার মৃত মেয়ের সম্মানহানির চেষ্টা চলছে। ''