নিজস্ব প্রতিবেদন: মহা শিবরাত্রির মেসেজ না পাঠিয়ে, অসহায়দের সাহায্য করুন। শিব ঠাকুরের ছবি না পাঠিয়, অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসুন। এবার এভাবেই ভক্তদের বার্তা দেন সোনু সুদ। সোনুর ওই টুইট দেখে তাঁর সমর্থনে সুর চড়ান ভক্তরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন কী লিখলেন সোনু...


 



করোনার (Corona) জেরে লকডাউন (Lockdown) শুরুর পর থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে শুরু করেন সোনু সুদ। কখনও মুম্বই থেকে কর্নাটক আবার কখনও আবার কখনও মুম্বই থেকে ওড়িশা বা বিহার কিংবা উত্তরপ্রদেশ, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাতে বদ্ধপরিকর হয়ে ওঠেন সোনু নিগম। কখনও বাস আবার কখনও বিমান কিংবা ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো শুরু করেন বলিউড অভিনেতা। এরপরই গোটা দেশের কাছে কার্যত 'হিরো' হয়ে যান সোনু সুদ (Sonu Sood)।


আরও পড়ুন : WB assembly election 2021 : ‘বিরোধীদের টুইট বলছে সব কিছু সাজানো, কিন্তু দিদির মনোবল ভাঙা যাবে না’


পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানোর পাশাপাশি কখনও মুম্বইয়ের (Mumbai) রাস্তায় থাকা অসহায় সাহায্য করতে এগিয়ে আসেন সোনু সুদ, আবার কখনও উত্তরপ্রদেশের (UP) গ্রামে গিয়ে সেখানকার মানুষদের শীতের পোশাক দিয়ে সাহায্য করেন বলিউড অভিনেতা। সবকিছু মিলিয়ে বলিউডে (Bollywood) 'হিরো' বর্তমানে সাধারণ মানুষের একাংশের কাছে 'মসিহা' হয়ে উঠেছেন।