নিজস্ব প্রতিবেদন: ‘বিগ বস সিজন ১১’ শুরু হয়েছে, দেখতে দেখতে ১৫ দিন হয়েও গেল। এই শো শুরু হওয়া থেকেই শুধু বিতর্ক আর বিতর্ক। কিন্তু জানেন কি, বিতর্কের পাশাপাশি এই শোয়ের প্রতিযোগীরা কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন এই বছর?


সারমেয়দের কাছে ক্ষমা চাইলেন সলমন খান!


ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ‘বিগ বস সিজন ১১’-র প্রতিযোগীরা প্রত্যেক সপ্তাহের হিসেবে একটি বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন। ‘বিগ বস সিজন ১১’-র অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হিনা খান প্রতি সপ্তাহে ৭ থেকে ৮ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। আবার হিতেন তেজওয়ানি সপ্তাহ প্রতি পাচ্ছেন ৭ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা। এই সিজনের অন্যতম বিতর্কিত দুই প্রতিযোগী শিল্পা শিন্ডে এবং বিকাশ পাচ্ছেন প্রতি সপ্তাহে ৬ থেকে ৭ লক্ষ টাকা এবং ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা। অর্থাত্‌, এই বিতর্কিত রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করে, প্রতিযোগীরা যে শুধুমাত্র বিতর্কের অংশ হচ্ছেন, তা নয়। পাশাপাশি তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্সও চড়চড়িয়ে বাড়ছে প্রতি সপ্তাহে।


আসছে ‘হেট স্টোরি ৪’, ছবিতে উর্বশী রাউতেলাকে কেমন লাগছে দেখেছেন?