নিজস্ব প্রতিবেদন: অনুষ্কা শেট্টি। নামটাই যথেষ্ট। বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ‘বাহুবলী’ ছবিতে ‘দেবসেনা’ চরিত্র তাঁকে এতটাই জনপ্রিয় করে তুলেছে। খুব কম দিনেই তাঁর ফিল্মি কেরিয়ারকে আরও ঝকঝকে করে তুলেছেন নিজের অসাধারণ অভিনয় দিয়ে। পেশায় অভিনেত্রী হলেও, পড়াশোনাতেও তুখোর ছিলেন দক্ষিণের এই অভিনেত্রী। বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে শেষ করেছেন BCA-ও। তবে, এটা কি জানেন, অনুষ্কা শেট্টির আসল নাম মোটেও অনুষ্কা নয়। বরং এই নাম তিনি শুধুমাত্র কেরিয়ারেই ব্যবহার করেন। তাহলে তাঁর আসল নাম কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আরও পড়ুন : দীপিকা বিয়ে করতে চান সঞ্জয়লীলা বনশালীকে! খুন করবেন শাহিদকে!



২০০৫ সালে তেলুগু ছবি ‘সুপার’-ই তাঁকে সুপারহিট নায়িকা করে দিয়েছে। এই ছবির জন্যই তিনি ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রীর শিরোপা জিতেছিলেন। এর পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে, তাঁর কেরিয়ারের সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ‘বাহুবলী’-র প্রথম এবং দ্বিতীয় ভাগ। ‘দেবসেনা’ চরিত্র তাঁকে দর্শকদের আরও মনের কাছে পৌঁছে দিয়েছে। আপনাদের পছন্দের ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির আসল নাম অনুষ্কা নয়, সুইটি। হ্যাঁ, সুইটি শেট্টিই আসল নাম আজকের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির।


আরও পড়ুন : সানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? রহস্য ফাঁস আরবাজের