ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবি থেকে সরে গিয়েছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং । তার কারণ হিসেবে জানা গিয়েছিল, ছবিটিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। এবং সেই সমস্ত দৃশ্য ঘিরেই পরিচালকের সঙ্গে বচসার জেরে ছবি থেকে নিজেকে সরিয়ে নেন চিত্রাঙ্গদা সিং । এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি ।


সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবি থেকে চিত্রাঙ্গদা সিংয়ের সরে যাওয়া প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানান, ছবিটি যখন অর্ধেক শ্যুটিং হয়ে গিয়েছে, তখনই সরে যান চিত্রাঙ্গদা। নওয়াজ বলেন, ‘আসলে আমাদের পরিচালক কুশল নন্দী ছবিতে আরও বেশ কয়েকটি চুম্বনের দৃশ্য চাইছিলেন। কিন্তু চিত্রাঙ্গদা জানিয়ে দেন, যথেষ্ট হয়েছে। তিনি আর এমন কোনও দৃশ্যে অভিনয় করতে পারবেন না। আর তারপরেই ছবি থেকে সরে যান।’


জানেন কত টাকা পারিশ্রমিক পান নওয়াজউদ্দিন সিদ্দিকি? নিজেই জানালেন


বিগ বস ১১-র নতুন প্রোমো, কী ইঙ্গিত দিতে চাইলেন সলমন খান?