নিজস্ব প্রতিবেদন: বক্স অফিস কালেকশনে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে বরুণ ধাওয়ান অভিনীত নতুন ছবি ‘জুড়য়া টু’। দর্শকদের পর পর সফল ছবি উপহার দেওয়ার পর এখন তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক সুজিত সরকারের নতুন ছবি ‘অক্টোবর’-এর শ্যুটিংয়ে। এই প্রথমবার পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করছেন বরুণ।


বিগ বসের ঘরের ‘ফেক আন্টি’ কে? জানালেন প্রাক্তন প্রতিযোগী জ্যোতি কুমারী


‘অক্টোবর’ ছবিতে অনেক আবেগপ্রবণ দৃশ্য রয়েছে। ওদিকে কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে দিতে নারাজ পরিচালক। এতেই বিপাকে পড়েছেন বরুন। ইচ্ছামতো চোখে জল আনতে তাই এখন মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি। সঙ্গে চলছে চিত্রনাট্য পড়ার কাজও।


শিল্পা শিন্ডের ‘গোপন কথা’ প্রকাশ্যে জানানোর হুমকি বিকাশের