ওয়েব ডেস্ক: তাক লাগানো বিষয় নিয়ে এবার ডকুমেন্টারি তৈরি করছেন পাভেল। ছোটোখাটো দেখতে এই পরিচালক বিষয় হিসাবে বেছে নিয়েছেন মণিপুরের আফস্পার বিরুদ্ধে ১৬ বছর ধরে অনশন করার পর রাজনৈতিক দল গড়া কন্যা ইরম শর্মিলা চানুর জীবনী। রেকি থেকে ফিরে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ২৪ ঘণ্টার সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিনোদনের সব খবর


মানব ইতিহাসের দীর্ঘতম অনশন। টানা ১৬ বছর। মণিপুরে AFSAPA-র বিরুদ্ধে একক লড়াইয়ে তাঁর হাতিয়ার অনশন। রাজনৈতিক বিরোধিতা পেরিয়ে মনের জোরে চালিয়ে গেছেন লড়াই। তিনি ইরম শর্মিলা চানু। এবার ধরা দিলেন ডকুমেণ্টারিতে। পরিচালনায় 'বাবার নাম গান্ধীজী' ছবির পাভেল।


তৈরি করতে চেয়েছিলেন চানুর বায়োপিক। বড় পর্দায় আঁকতে চেয়েছিলেন THE IRON LADY OF MANIPUR কে। তবে অনুমতি দেননি ইরম শর্মিলা  চানু। পরিবর্তে ডকুমেন্টারি করার প্রস্তাব দেন পাভেলকে। পাভেলের প্রথম ছবি 'বাবার নাম গান্ধীজি' প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। পরের ছবি রসগোল্লার প্রস্তুতি চলছে জোরকদমে। তারই মাঝে ইরম শর্মিলা চানুর জীবন নিয়ে তৈরি করছেন এই ডকুমেন্টারি।