নিজস্ব প্রতিবেদন : ৮ বছর আগে ‘ডক্টর হাতি’ মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। কোনওক্রমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়। অবাক লাগছে শুনতে? স্পটবয় ডট কম-এর খবর অনুযায়ী, গত ৮ বছর আগে শুটিংয়ের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কবি কুমার আজাদ ওরফে ‘ডক্টর হাতি’ নামে এই অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সইফ-সারা জুটি বাঁধছেন এবার পর্দায়?


ওই সময় মুফি লকড়াওয়ালা নামে এক বেরিয়াট্রিক সার্জেন্টের কাছেও নিয়ে যাওয়া হয় কবি কুমার আজাদকে। এরপর ওই চিকিত্সকই কবি কুমার আজাদের অস্ত্রপচার করেন। ওই সময় অস্ত্রপাচারের মাধ্যমে ২৪৫ কেজি থেকে কবি কুমার আজাদের ওজন কমিয়ে নিয়ে আসা হয় ১৪০ কেজি-তে। অস্ত্রপাচারের পর সুস্থ অবস্থায় এরপর ফের ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র শুটিং শুরু করেন কবি কুমার আজাদ। কবি কুমার আজাদের মৃত্যুর পর সংশ্লিষ্ঠ ওই সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই জানিয়েছেন ওই চিকিত্সক।


দেখুন ভিডিও...


 



হৃদযন্ত্র বিকল হয়ে গত সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি কুমার আজাদ ওরফে ‘ডক্টর হাতি’। তাঁর মৃত্যুতে টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে আসে।