নিজস্ব প্রতিবেদন : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে পৌঁছলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। বুধবার এনসিবির মুম্বইয়ের অফিসে পৌঁছন করিশ্মা। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে দেখা যায় দীপিকা পাড়ুকোনের ম্যানেজারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, করিশ্মা প্রাকশের বাড়িতে সম্প্রতি তল্লাসি চালায় এনসিবি। তদন্তকারীদের তল্লাসির সময় করিশ্মার বাড়ি থেকে ১.৮ গ্রাম হ্যাশ সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের ফাঁকা বোতল উদ্ধার করা হয়। এরপরই করিশ্মাকে ফের সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। করিশ্মার খোঁজ না মেলায় তাঁর মায়ের কাছে পৌঁছে দেওয়া হয় সমনের প্রতিলিপি। পাশাপাশি কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের দফতরেও পৌঁছে যায় করিশ্মার সমন। ওই ঘটনার পরই কোয়ান থেকে ইস্তফা দেন করিশ্মা প্রকাশ। যদিও কোয়ান থেকে ইস্তফা দিলেও, করিশ্মার খোঁজ মেলেনি। অবশেষে বুধবার এনসিবির দফতরে হাজির হন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার।


আরও পড়ুন : মানহানির মামলায় গর্জে উঠলেন 'বাঘিনী', জাভেদ আখতারদের 'নেকড়ের দল' বলে আক্রমণ কঙ্গনার


মাদক মামলায় করিশ্মা প্রকাশের পাশাপাশি এবার ফের দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে। শ্যুটিংয়ের জন্য মুম্বই থেকে উড়ে যান তিনি।