নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদকযোগে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। মাদক যোগে রিয়ার গ্রেফতারির পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। বলিউড এবং সেখানকার তারকাদের মাদক যোগ নিয়ে এবার মুখ খুললেন এক অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্ত সিং রাজপুত, অঙ্কিতা লোখন্ডের এক সময়ের প্রতিবেশী তথা অভিনেত্রী মুখ খোলেন জি নিউজের সামনে। তিনি বলেন, বলিউড এবং মাদক যোগ একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। রিয়া চক্রবর্তীর মধ্যে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন। এক সময় তিনিও ইন্ডাস্ট্রির মাদকের ডালপালার সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করেছিলেন কিন্তু খুব সন্তর্পণে সেখান থেকে নিজেকে সরিয়ে এনেছেন বলে মন্তব্য করেন ওই অভিনেত্রী। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুতে যে মাদক যোগ নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, সেখানে রিয়া চক্রবর্তীকে 'হানিট্র্যাপ' হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন ওই অভিনেত্রী। এটা পুরো একটি খেলা। যেখানে রিয়া সুশান্তকে ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।


আরও পড়ুন : কঙ্গনা কি নিজেকে 'রানি লক্ষীবাঈ' বলে মনে করছেন? অভিনেত্রীকে একহাত প্রকাশ রাজের


বলিউডে যদি কেউ মাদক নিতে অস্বীকার করেন, তাহলে তাঁকে স্টেটাসে ভাটা পড়ে যায়। তাঁকে গ্রামের মানুষে হিসেবে চিহ্নিত করে দূরে সরিয়ে দেওয়া হয়। এসবের পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, বলিউডের পার্টিগুলিতে মাদক সেবন চলে হু হু করে। মাদকের কারবারী এবং পাচারকারীদের নিয়েই চলে ওই পার্টিগুলি। মাদকের মাধ্যমেই বলিউড সেলিব্রিটিদের মধ্যে নিজের পরিচয় তৈরি করে নিতে হয়। কেউ সেই জোয়ারে গা ভাসাতে না চাইলে, তাঁকে ক্রমশ ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই অভিনেত্রী।