নিজস্ব প্রতিবেদন: বাঘিনী সিনেমার ট্রেলার তুলে নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কমিশন সূত্রে খবর, তিনটি ওয়েবসাইটে বাঘিনী ছবির ট্রেলারটি আপলোড করা হয়েছিল। তা যাতে সরিয়ে নেওয়া হয়, সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।


আরও পড়ুন: মমতার বক্তব্য বিকৃত করায় অভিযুক্ত বিজেপি, কমিশনে তৃণমূল


পশ্চিমবঙ্গে কমিশনের সিইও-কে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ওই ট্রেলারটি তুলে নেওয়ার জন্য দ্রুত নির্দেশ দিতে বলা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।


প্রসঙ্গত, বাঘিনী সিনেমাটি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, এই ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক। তাই এই সিনেমার ট্রেলার দেখানো নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা। সেই কারণে বিরোধীরা এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিল। তার পর কমিশনের তরফে এই নির্দেশ দেওয়া হল।