নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে স্তম্ভিত গোটা দেশ। শোকাহত তারকারাও। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও মানুষ হিসাবে সুষমা স্বরাজের প্রয়াণ মেনে নিতে পারছেন না প্রায় কেউই। সুষমা স্বরাজের মৃত্যুর খবর শোকপ্রকাশ করেছেন কমবেশি সব বলি তারকারাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোকজ্ঞাপন করে অমিতাভ বচ্চন লিখেছেন, '' ভীষণই দুঃখের খবর। একজন ভীষণই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ভীষণই মিশুকে একজন মানুষ। ওনার আত্মার শান্তি কামনা করি।''



তবে বিগ-বি শুধু বিদেশমন্ত্রী আত্মার শান্তিকামনাই করেননি। পাশাপাশি সুষমা স্বরাজের মতো ব্যক্তিত্ব, মানুষের প্রশংসা করেও বেশকিছু টুইট করেছেন। লিখেছেন, '' উনি একজন মৃদুভাষী, নিজের বক্তব্য দিয়ে অন্যকে সম্মোহিত করারও যোগ্যতা রাখতেন। উনি ভীষণই মিশুকে একজন মানুষ ছিলেন। সুষমাজীর জায়গা কেউই কখনও পূরণ করতে পারবেন না।''



প্রাক্তনমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ কবিতাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।



তবে শুধু অমিতাভ বচ্চনই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অনুপম খের, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, জাভেদ আখতার, শাবানা আজমি সহ আরও অনেক ব্যক্তিত্ব।


আরও পড়ুন-সুষমা স্বরাজের মৃত্যুতে শোকাহত বলিউড