বছরের সেরা বোল্ড সিনেমা নিয়ে আসছি, বললেন `এক ছোটি সি লাভ স্টোরি`র পরিচালক
১৪ বছর পর ফের সিনেমার দুনিয়ায় ফিরছেন শাসহিলাল কে নায়ার। নায়ার হলেন সেই বহু চর্চিত এক ছোটি সি লাভ স্টোরির পরিচালক। ২০০২ সালে মনীশা কৈরালার প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি যে সিনেমা বহু বিতর্কের মধ্যে জড়িয়েছিল। এত বিতর্ক দেখে নিজেকে সিনেমার জগত্ থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন পরিচালক নায়ার। অবশেষে তিনি সন্ন্যাস ভেঙে ফিরছেন। নায়ার নিয়ে আসছেন আরও একটি বোল্ড সিনেমা। যার নাম নাগরিক। এই সিনেমায় অভিনয় করছেন মাশহুর আমরোহি। যিনি রাজিয়া সুলতান সিনেমার পরিচালক কামাল আমরোহির নাতি। নাগরিক-এ নায়িকার ভূমিকায় থাকছেন দক্ষিণের নায়িকা ইস্টার নোরোনহা। পরিচালক নায়ারের দাবি, বছরের সেরা বোল্ড সিনেমা তো বটেই তার সিনেমা দেখে আসলে দেশের সব মানুষের মনের গোপন কথা। ছবির গল্প ভাঙতে না চাইলেও পরিচালক বলেছেন, সিনেমায় দেখানো হয়েছে এক সাধারণ মানুষের বোল্ড প্রেমের গল্প। চলতি বছরের জুনে রিলিজ হওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
ওয়েব ডেস্ক: ১৪ বছর পর ফের সিনেমার দুনিয়ায় ফিরছেন শাসহিলাল কে নায়ার। নায়ার হলেন সেই বহু চর্চিত এক ছোটি সি লাভ স্টোরির পরিচালক। ২০০২ সালে মনীশা কৈরালার প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি যে সিনেমা বহু বিতর্কের মধ্যে জড়িয়েছিল। এত বিতর্ক দেখে নিজেকে সিনেমার জগত্ থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন পরিচালক নায়ার। অবশেষে তিনি সন্ন্যাস ভেঙে ফিরছেন। নায়ার নিয়ে আসছেন আরও একটি বোল্ড সিনেমা। যার নাম নাগরিক। এই সিনেমায় অভিনয় করছেন মাশহুর আমরোহি। যিনি রাজিয়া সুলতান সিনেমার পরিচালক কামাল আমরোহির নাতি। নাগরিক-এ নায়িকার ভূমিকায় থাকছেন দক্ষিণের নায়িকা ইস্টার নোরোনহা। পরিচালক নায়ারের দাবি, বছরের সেরা বোল্ড সিনেমা তো বটেই তার সিনেমা দেখে আসলে দেশের সব মানুষের মনের গোপন কথা। ছবির গল্প ভাঙতে না চাইলেও পরিচালক বলেছেন, সিনেমায় দেখানো হয়েছে এক সাধারণ মানুষের বোল্ড প্রেমের গল্প। চলতি বছরের জুনে রিলিজ হওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
২০০২ সালে 'এক ছোটি সি লাভ স্টোরি'তে দেখানো হয়েছিল এক কিশোরের এমন এক প্রেমের ঘটনা যেখানে সে শারীরিকভাবে দারুণভাবে আকর্ষিত হয় তার বাড়ির ঠিক উল্টোদিকে থাকা এক তরুণীর প্রেমে। অসমবয়সী এক প্রেমের গল্প দেখানো হয়েছিল নানা সাহসী দৃশ্য। মনীশা কৈরালা পরিচালকের বিরুদ্ধে আঙুল তুলে বলেছিলেন, এই সিনেমায় খোলামেলা দৃশ্য তিনি নন বডি ডাবল ব্যবহার করা হয়েছে। যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। বক্স অফিসেও ব্যর্থ হয় 'এক ছোটি সি লাভ স্টোরি '। পরিচালক তারপরই নিজেকে সিনেমা জগত্ থেকে সরিয়ে নেন।
শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয়ী সিনেমা 'ওয়ান টু কা ফোর' সিনেমার পরিচালক ছিলেন নায়ার।
দেখুন এক ছোটি সি লাভ স্টোরি