মোশন পিকচারে উঠে এল সৃজিতের `এক যে ছিল রাজা`র গল্প
তিনি সন্ন্যাসী, মাথায় জট পাকানো চুল, গায়ে মাখা ছাই ভষ্ম। দেখে কোনওভাবেই যেন মানা সম্ভব নয়, যে তিনি এই ভাওয়ালের রাজা!
নিজস্ব প্রতিবেদন: রাজা কি আবারও ফিরে এলেন? নাকি অন্য কোনও ব্যক্তি বিক্রমপুরের মেজ রাজকুমারের বেশ ধরেছেন? সংশয় রয়েছেই। কারণ, রাজা যখন ফিরলেন তখন দীর্ঘ সময় কেটে গেছে, তাঁর বেশ বদলেছে। একসময়কার ভাওয়ালের রাজবাড়ির ভোগবিলাসী রাজা যখন ফিরলেন তখন তিনি সন্ন্যাসী, মাথায় জট পাকানো চুল, গায়ে মাখা ছাই ভষ্ম। দেখে কোনওভাবেই যেন মানা সম্ভব নয়, যে তিনি এই ভাওয়ালের রাজা!
শোনা যায় ভাওয়ালের রাজা মৃত বলে ঘোষণা হয় ১৯০৯ সালে। ১৯২১ সালে তিনি আবারও ফিরে আসেন সন্ন্যাসীর বেশে। যে সন্ন্যাসীর সঙ্গে ভাওয়ালের রাজার চালচলনের কোনও মিলই নেই। অনেক খোঁজ খবর, তদন্তের পর বের হল তিনিই আদপে বহু বছর আগে মৃত বলে ঘোষিত ভাওয়ালের রাজা রমেন্দ্রনারায় রায়। তবে একটা খিচ যেন রয়েই গেল। শুরু হল মামলা। যে মামলা চলেছিল দীর্ঘ ১৬ বছর। এমনকি তাঁর মৃত্যু ১২ বছর পরও মামলা চলেছিল। সেই মামলা 'ভাওয়াল মামলা' বলেই খ্যাত। ১৯২১ সালে সেই বিখ্যাত ভাওয়াল মামলা ও সেই ভাওয়াল রাজার গল্প নিয়েই সিনেমা বানাচ্ছেন পরিচালক সৃজিত মখোপাধ্যায়। ছবির নাম রেখেছেন 'এক যে ছিল রাজা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যাতে ছবির গল্পের ইঙ্গিত মিলেছে।
ট্রেলারটি 'এক যে ছিল রাজা'র গল্প নিয়ে আগ্রহ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে। তাই ছবির গল্প নিয়ে সিনেমাপ্রেমীদের জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মোশন পিকচার প্রকাশ করেছে SVF। যেখানে গল্প নিয়ে আরও কিছুটা আভাস মিলেছে...