নিজস্ব প্রতিবেদন : দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা প্রভাস। পরিচালক নাগ অশ্বিন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম। তাঁর আগের ছবি 'মহানতি' বক্স অফিস শুধুই সফলই নয়, সঙ্গে তিনটি জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিল। এবার সেই পরিচালকের ছবিতেই জুটি বাঁধতে চলেছেন প্রভাস-দীপিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালেই প্রযোজনা সংস্থা বৈজন্তী মুভিজ-এর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করে প্রভাস-দীপিকার জুটি বাঁধার কথা ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত এটি এবছরে দক্ষিণী সিনেমার দুনিয়ায় এটা সবথেকে বড় ঘোষণা বলে মনে করা হচ্ছে। 'বাহুবলী'র পর সিনেমার দুনিয়াতে প্রভাসের জনপ্রিয়তার কথা নতুন করে না বললেও চলে। 'বাহুবলী'র দৌলতে প্রভাসের নাম শুধু দেশেই নয়, দেশের বাইরেও পরিচিত হয়ে উঠেছে। নাগ অশ্বিন-এর এই ছবি প্রভাসের ফিল্মি কেরিয়ারে ২১ তম ছবি হতে চলেছে। 



নাগ অশ্বিন-এর ছবির অংশ হতে পারার কথা, নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন।



প্রসঙ্গত অশ্বিন নাগের এই ছবিতে বৈজন্তী মুভিস ছাড়াও সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন সি অশ্বিনী দত্ত, স্বপ্না, প্রিয়াঙ্কা দত্ত ও পরিচালক নাগ অশ্বিন। শোনা যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের উপর তৈরি হতে চলেছে এই ছবি। এই ছবির ঘোষণার পর খুব স্বাভাবিক ভাবেই খুশি দীপিকা ও প্রভাসের ভক্তরা।


আরও পড়ুন-প্রয়াত 'প্যায়ার তুনে কেয়া কিয়া', 'রোড' খ্যাত পরিচালক রজত মুখোপাধ্যায়