রণিতা গোস্বামী: পুজোয় সেলেবরা কে কী করছেন, তা জানতে আমজনতার ইচ্ছে হয় বৈকি। সকলেরই নজর থাকে সেলেবদের পুজোয়। তাঁরা কে কী পুজো কাটাচ্ছেন, কী খাচ্ছেন, কী পড়ছেন সেদিকেই নজর থাকে ভক্তদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার পুজোয় কী করছেন? Zee 24 ঘণ্টার তরফে এবিষয়ে রুক্মিণী মৈত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''আমার তো পুজোয় এবার শুধুই পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড। তবে হ্যাঁ, অবশ্যই পরিবারের সকলের সঙ্গে একটি প্যান্ডেল হপিংয়ে যাব। এই ৫টা দিন আমার কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চাই, কখনই শুধু কাজ নয়।  প্রচুর খাওয়া দাওয়া করব।''


দেবের সঙ্গে আলাদা করে পুজোয় বেরোনোর কোনও প্ল্যান নেই? উত্তরে রুক্মিণী বলেন, ''এই তো এত সময় দিলাম 'পাসওয়ার্ড' এর জন্য (হাসি)। আর কত দেবো বলো? আর না পুজোয় শুধু পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।''  


আরও পড়ুন-ফিল্ম রিভিউ: বলিউডের ছবির সঙ্গে টক্কর দেওয়ার সব রসদই রয়েছে পাসওয়ার্ডে



এদিকে সুপারস্টার, অভিনেতা, সাংসদ দেবকে তাঁর পুজোর পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড।''


কাজের বাইরে কী প্ল্যান?  উত্তরে দেব বলেন, '' আমরা তো কাজ করতেই জন্মেছি। কী বলো? ছেলেবেলার সেই পুজোকে মিস করার মতো আর সময়ই পাই না। বাকিরা ছবি নিয়ে হল পাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত করে রেখেছে, যে সময়ই পাচ্ছি না। (হাসতে হাসতে)''।


আরও পড়ুন-গায়ে ছেড়ে দেওয়া হয়েছিল ৬০টি ইঁদুর, আঁচড়ে-কামড়ে একাকার: রুক্মিণী