নিজস্ব প্রতিবেদন: ২০১৭তেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন। এবার প্রথা মেনে বিয়ে করতে চলেছেন SaReGaMaPa খ্যাত গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha)। পাত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এমাসেই হচ্ছে দুর্নিবার-মীনাক্ষীর বিয়ে (Wedding)র অনুষ্ঠান। খাবারের মেনু থেকে মধুচন্দ্রিমা নিয়ে নানান কথা Zee ২৪ ঘণ্টার কাছে খোলসা করলেন দুর্নিবার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিয়ে নিয়ে দুর্নিবার জানান, ''একসঙ্গে কাজ করি। আমাদের মনে হয়েছিল আমরা made for each other। লিভ ইন করার আগেই রেজিস্ট্রিটা সেরে ফেলেছিলাম। তবে তখনই জানতাম কোনও এক দিন সামাজিক বিয়ে করব। এরপর ২০২০তে লকডাউনের মধ্যে ঠিক করে ফেলি ২০২১এ বিয়ে করব। তবে লকডাউনের কারণে কীভাবে কী হবে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখন পরিস্থিতি অনেকটাই ঠিকঠাক। তাই বিয়েটা করা যেতে পারে (হাসি)।



কীভাবে বিয়ের পরিকল্পনা করছেন? এবিষয়ে দুর্নিবার জানান, ''আমি আর মীনাক্ষি মিলে সমস্ত পরিকল্পনা করছি। তবে কীভাবে কী হবে প্রধানত ওই (মীনাক্ষি) ঠিক করছে। কারণ, এবিষয়ে ও বেশি দক্ষ। আমি ওর পাশে আছি। এখন যদিও কোভিড পরিস্থিতি অনেকটাই আয়ত্তে, তাও বিধিনিষেধ মেনেই বিয়ে করব। খুূব বেশি লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছি না। কিছু বন্ধুদেরও আগে থেকে জানিয়ে দিয়েছি বিয়েতে আসতে বলতে না পারছি না। তবে পরে একসঙ্গে মিলে খাওয়াদাওয়া হবে। প্রথা, রীতি মেনেই বিয়ে করব।''


বিয়ের অনুষ্ঠানের দিনগুলি কবে? এপ্রশ্নে দুর্নিবার বলেন, ''২০ ফেব্রুয়ারি আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীত হবে। ২১ (ফেব্রুয়ারি) বিয়ে। এই দু'দিন বন্ধুরা থাকবেন। আর ২৩ তারিখ বৌভাত ও রিসেপশন। ওইদিন পরিবার, আত্মীয়-স্বজন সকলেই থাকবেন। সমস্ত অনুষ্ঠানই হচ্ছে রাজারহাটের স্বপ্নভোরে। বিয়ের সাজগোজ হবে একেবারেই সাবেকি। আমি ধুতি-পাঞ্জাবি পরব আর মীনাক্ষী লাল বেনারসি। আর রিসেপশনে আমি টাক্সিডো পরব, ও (মীনাক্ষী) পরবে ডিজাইনার শাড়ি।''



খাবারের মেনু নিয়ে দুর্নিবার জানান, ''অনেক কিছু থাকবে না। তবে যা থাকবে, তা গরম গরম পরিবেশন করা হবে। জিরা রাইস, মটন, চিংড়ি, এই সমস্ত বাঙালি খাবারই মেনুতে থাকবে।'' বিয়ের পর মধুচন্দ্রিমার পরিকল্পনা নিয়ে দুর্নিবার জানান, ''আমরা বেড়াতে যাওয়ার বিষয়ে আগে থেকে কোনওদিনই ঠিক করি না। আগের দিন ঠিক করে পরদিনই বেরিয়ে যাই। মধুচন্দ্রিমার ক্ষেত্রেও তাই হবে। রিসেপশনের দিনই ঠিক করে পরদিনই বেরিয়ে যাব। তবে কোভিড পরিস্থিতিতে বিদেশে যাওয়া সম্ভব নয়, আমাদের দুজনের পছন্দের কথা ভেবে পাহাড় কিংবা জঙ্গলে বেড়াতে যাব।''