ওয়েব ডেস্ক: এবার জাল ছবির শিকার হলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। ম্যাক্সিম নামের ম্যাগাজিনে প্রকাশিত হল এমন এক ছবি, যেখানে নগ্ন শরীরের ওপর জালিয়াতি করে বসিয়ে দেওয়া হয়েছে 'পদ্মাবতী' ছবির অভিনেত্রীর মুখ। সোশ্যাল মাধ্যমে ম্যাক্সিম নামের ওই ম্যাগাজিনের কভার পেজ পোস্ট হতেই তা দাবানলের আকার নেয়। ফেসবুক থেকে টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম, ভার্চুয়াল দুনিয়ায় এখন দীপিকা পাড়ুকোনের জাল ছবিই হট কেক। চর্চা চলছে ম্যাক্সিম নামের ম্যাগাজিন নিয়েও। দীপিকা পাড়ুকোনের মুখের সঙ্গেই এই ম্যাগাজিনের কভার পেজে প্রকাশ পেয়েছে একজন কৃষ্ণাঙ্গ পুরুষের ছবিও, তবে সেটা ব্যাক সাইড থেকে। তার মুখ দেখা যাচ্ছে না। ম্যাক্সিমের কভার পেজে দীপিকা ওই কৃষ্ণাঙ্গ পুরুষকেই জড়িয়ে রয়েছেন। এই সেই বিতর্কিত ছবি- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য, এর আগে ম্যাক্সিমের কভার পেজের জন্য ফটোশ্যুট করেছিলেন দীপিকা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করা হয় ম্যাক্সিম ইন্ডিয়ার প্রোফাইলে। দেখে নিন সেই ছবি-