নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে (KK)। ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবারই নজরুল মঞ্চে ছিল তাঁর শেষ অনুষ্ঠান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে কলকাতা পৌঁছেছেন তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যরা। জাআনা গেছে SSKM হাসপাতালে ময়নাতদন্ত হবে কেকে-র। এরপরেই দেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে।  
 
জানা গেছে, দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম শেষ করে দেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে। এরপরেই সেখান থেকে সরাসরি কনভয় পৌঁছে যাবে বিমানবন্দরে। কেকে-র স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে হাসপাতালে এসেছেন যাবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।  


সঙ্গীতশিল্পী KK-র প্রয়ানে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে টুইট করে শোক প্রকাশ করেন তিনি। 


টুইটে তিনি লেখেন, "বলিউড প্লেব্যাক গায়ক কেকে-র আকস্মিক এবং অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। আমার সহকর্মীরা গতকাল রাত থেকেই জরুরি সমস্ত কাজে, তার পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা করছেন। আমার গভীর সমবেদনা।" কেকে-র মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


আরও পড়ুন: Singer KK Dies: '১২ বছরে এদৃশ্য দেখিনি', কেকে-র অকালপ্রয়াণে চাঞ্চল্যকর বয়ান নজরুল মঞ্চের কর্মীর


বাঁকুড়ার জনসভা থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে'র (KK) প্রয়াণে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানিয়েছেন কেকে-র পরিবারের সঙ্গে কথা হয়েছে তাঁর। বলিউডের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীকে গান স্যালুট দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)