নিজস্ব প্রতিবেদন : পর্দার ভিলেন তিনি, অথচ পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে রাতারাতি 'নায়ক' হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির মন্তব্যের পাল্টা জবাব দিয়েও ঝড় তুললেন অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সোনু সুদ নিজের টুইটারে একটি ফোন নম্বর দিয়ে লেখেন, যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফিরতে চান, তাঁরা চাইলে নির্দিষ্ট ওই নম্বরে ফোন করতে পারেন। অভিনেকা আরও লেখেন, কতজন শ্রমিক রয়েছেন, কোথায় যেতে চান জানালে তাঁর টিমের সদস্যরা বাড়ি পৌঁছে দেবেন।


আরও পড়ুন-ওষুধের দোকানের সামনে পড়ে থাকা গাছ কাটার কাছে হাত লাগালেন 'কৃষ্ণকলি'র নিখিল



সোশ্যাল মিডিয়ায় অনেকেই সোনুর এই উদ্যোগের প্রশংসা করেছেন। এসবেরই মাঝে এক ব্যক্তি লেখেন, ''আমি বাড়িতে আটকে আছি, আমাকে ঠেকে (মদের) পৌঁছে দিন।'' ওই ব্যক্তির উত্তরের জবাব দিতেও ছাড়েননি সোনু। লেখেন, ''ঠেক থেকে বাড়িতে পৌঁছে দিতে পারি, দরকার হলে বলবেন।''



সোনুর এই উত্তর ভাইরাল হয়ে যায়। তাঁর টুইটের নিচে আরও অনেকেই বিভিন্ন মন্তব্য করতে থাকেন।


আরও পড়ুন-নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, RAB-এর জেরায় কী বললেন বাংলাদেশের গায়ক নোবেল?