ওয়েব ডেস্ক: কোনওভাবে বাবার কানে চলে গিয়েছিল মেয়ে নাকি পর্ন সিনেমার শ্যুটিংয়ের করতে যাচ্ছে। শুনেই বাবা সিদ্ধান্ত নিলেন হাতেনাতে ধরে মেয়েকে উচিত শিক্ষা দিলেন। বাবা কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে বের হলেন। বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনে নিলেন মেয়ে কোথায় গিয়েছে পর্নের শ্যুটিংয়ে। এরপর গাড়ি নিয়ে সোজা পর্নের সেটে। গিয়ে দখলেন প্রস্তুতি চলছে। মেয়ে তৈরি হচ্ছে পারফম করতে। এরপর আর কী!


আরও পড়ুন- এই কথাগুলো শুনলে আর হয়তো কোনও দিন পর্ন দেখবেন না


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগেকার সিনেমায় রাশভারী বাবারা মেয়েদের যেভাবে বকে ঘরে পাঠাতেন, সেই গলায় জোরে চেঁচিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে গেলেন বাবা। বকা দিলেন,কান মোলাও দিলেন বাবা। হাঁ, করে চেয়ে থাকলেন পরিচালক-প্রযোজকরা। এমনই ঘটনা ঘটল ফ্লোরিডায়।


হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় সিনেমার পরিচালক বললেন, 'নায়িকাকে ওর বাবা বকে বাড়ি নিয়ে গেছে,কেউ যদি কাজ করতে চাও চলে এসো।'